দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণে আরও বেশি বেসরকারি এবং ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিকে আমন্ত্রণ জানাবে চীন
  2019-04-04 18:32:32  cri

এপ্রিল ৪: বর্তমানে ১৮০০টির বেশি কোম্পানি দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় নাম তালিকাভুক্ত করেছে। চীন বিশেষভাবে বেসরকারি কোম্পানি এবং ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিকে আমন্ত্রণ জানাবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ সব কথা বলেন।

তিনি বলেন, ৭৭টি দেশ ও অঞ্চলের ৯০০টির বেশি কোম্পানি অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে ১৭টি জি-টোয়েন্টি সদস্য দেশ এবং ৩০টিরও বেশি 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশ। স্বাক্ষরিত কোম্পানির মধ্যে ১৮০টি বিশ্বের সেরা ৫০০ কোম্পানি বা নেতৃস্থানীয় কোম্পানি।

দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলছে বলেও উল্লেখ করেন মুখপাত্র। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040