নতুন অর্থনীতির জন্য নতুন চালিকাশক্তিনতুন
  2019-04-04 16:30:06  cri
অর্থনীতির উচ্চমানের উন্নয়নের জন্য একে স্মার্ট অর্থনীতিতে রূপান্তরিত করা জরুরি। আর স্মার্ট অর্থনীতিতে সৃজনশীল শিল্পগুলি নেতৃস্থানীয় শিল্প হয়ে ওঠে। বর্তমানে চীন 'নতুন অর্থনীতি'-র জন্য সংগ্রাম করছে; এ সংগ্রাম স্থিতিশীল ও সুস্থ অর্থনৈতিক বিকাশের। সাম্প্রতিক বছরগুলোতে কোনো কোনো পশ্চাত্পদ শিল্প উন্নয়নের মঞ্চ থেকে বিদায় নিয়েছে। ফলে দেশের মধ্য ও পশ্চিম অঞ্চলে এর নেতিবাচক প্রভাব লক্ষণীয়। তাই সেসব অঞ্চলেও চাই আধুনিক শিল্প, যেসব শিল্প 'নতুন অর্থনীতি'র ভিত্তি হবে। আর নতুন অর্থনীতির জন্য চাই নতুন চালিকাশক্তি।

বেইজিং একটি প্রাচীন রাজধানী। এটি আধুনিক মহানগরে পরিণত হয়েছে। একসময় রাজধানীতে সম্পদ জড়ো করার প্রবণতা ছিল। সবকিছু আবর্তিত হতো রাজধানীকে কেন্দ্র করে। এখন রাজধানীর ওপর বোঝা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেইজিং উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক লি সু ফাং বলেন, "বিগত দুই বছরে বেইজিং শহর থেকে মোট ১৩০৭টি শিল্প-প্রতিষ্ঠান বাইরে স্থানান্তর করা হয়েছে; ৫০০টি বাজার ও পণ্য পরিবহনকেন্দ্র আপগ্রেড করা হয়েছে। ২০১৮ সালে সমগ্র শহরে নতুন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে তথ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৭০ হাজারেরও বেশি, যা নতুন প্রতিষ্ঠিত মোট প্রতিষ্ঠানের প্রায় ৪০ শতাংশ। নিবন্ধিত মূলধন ৭৩০০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা ২০১৭ সালের চেয়ে ১৩.৫ শতাংশ বেশি।"

বেইজিংয়ের পূর্বাঞ্চলে অবস্থিত ই৯ এলাকার নব্যতাপ্রবর্তন কারখানা আগে ছিল বেইজিং শুয়াংছিয়াও ডেইরি কারখানা। পরে নাম পরিবর্তন করে রাখা হয় সানইউয়ান খাদ্য ও ডেইরি প্রথম কারখানা। ২০১২ সালে কারখানাটি তাসিং এলাকার ইংহাই শিল্পক্ষেত্রে স্থানান্তরিত হয়। ২০১৪ সালে এলাকাটি একটি শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ক্ষেত্রে পরিণত হয়। এখন এলাকায় ৮০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক নব্যতাপ্রবর্তন প্রতিষ্ঠান ৪০টিরও বেশি এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান ৩০টিরও বেশি।

এলাকায় অবস্থিত বেইজিং জিআওজুহে বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি হল একটি বিখ্যাত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সেবা সরবরাহ করে। এর মধ্যে আর্থিক সংস্থা, সরকার ও টেলিযোগাযোগ ব্যবসায়ী অন্তর্ভুক্ত আছে। প্রতিষ্ঠানটির সিইও ছুই জিং জিং বলেন, "আমরা ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে আর্থিক ক্ষেত্রে সেবা দিয়ে থাকি। চীনে প্রায় ৬৫০ লাখটি মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে। আমরা ডেটা বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার অবস্থা মূল্যায়ন করি এবং প্রয়োজনীয় কৃত্রিম বৃদ্ধিমত্তা সেবা সরবরাহ করি। এতে প্রতিষ্ঠানগুলোর খরচ কমেছে, দক্ষতা বেড়েছে।"

চীনা শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত 'বিগ ডেটা শিল্প উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২০)'-এ বলা হয়েছে, ২০১৭ সালে চীনের বিগ ডেটা শিল্পের আকার ছিল ৪৭০০০ কোটি ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। ২০২০ সালে চীনের বিগ ডেটা শিল্পের আকার ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে।

হাজার বছর বয়সী পুরাতন শহর বেইজিং এখন একটি নতুন যুগে প্রবেশ করেছে। বেইজিং এখন একটি বুদ্ধিমান ও নব্যতাপ্রবর্তন শহর বলে পরিচিত। বেইজিংয়ের কেন্দ্রীয় স্থানে অবস্থিত নিষিদ্ধ নগরের ইতিহাস প্রায় ৬শ বছরের। সাম্প্রতিক বছরগুলোয় নিষিদ্ধ নগর সাংস্কৃতিক নব্যতাপ্রবর্তনের ওপর জোর দেয়। এতে এর আয় বেড়েছে। ২০১৩ সালে যেখানে আয় ছিল ৬০ কোটি ইউয়ান, সেখানে ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫০ কোটি ইউয়ানে।

বেইজিংয়ে সনাতন শিল্প পরিবর্তিত হচ্ছে বা আপগ্রেড হচ্ছে। এ সম্পর্কে বেইজিং পৌর সরকারের ডেপুটি মেয়র লিন খ্যে ছিং বলেন, "২০১৮ সালে নতুন অর্থনীতি মোট জিডিপি'র ৩৩.২ শতাংশ ছিল। উচ্চ প্রযুক্তি শিল্পে প্রবৃদ্ধির হার ১৩.৯ শতাংশ। এর মধ্যে ডিজিটাল তথ্য ও ঔষধ শিল্পে প্রবৃদ্ধির হার যথাক্রমে ১৫.২ ও ১৬.২ শতাংশ। গোটা শহরের অর্থনীতিতে ব্যাংকিং, তথ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তিসেবা শিল্পের অবদান ছিল ৬৭ শতাংশ।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040