কফিহাউসের আড্ডা: বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা খো খো
  2019-04-05 17:33:03  cri


জীবনে চলার পথে "কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।" প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এই ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক কথা, মাত্র ২০ মিনিট।

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহের আড্ডার বিষয় হচ্ছে: বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা খো খো। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গভর্ণমেন্ট কলেজ অব ফিজিকল এডুকেশনের প্রভাষক জনাব আব্দুল হাকিম মিঞা।

প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের মারাঠি অঞ্চলে গো গো নামে প্রচলিত জনপ্রিয় খেলাটিই পরবর্তীতে খো খো নামে পরিচিত হয়ে ওঠে। ভাই নূরুকার নামের একজন সৈনিক আধুনিক খো খো খেলার প্রবর্তক ও প্রচারক। আসলে এই মজাদার খেলাটির প্রচলন মহাভারত যুগ থেকে। বর্তমানে বাংলাদেশেও এই খেলাটির জনপ্রিয়তা ক্রমবর্ধমান। খো খো একদিকে শারীরিক ও মানসিক সক্ষমতা ধরে রাখার জন্য যেমন তেমনি শৃংখলাবোধ বজায় রাখতেও তার ভূমিকা অসামান্য। বাংলাদেশে খো খো খেলা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় ১৯৯৬ সালে। (স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040