তিব্বতের চরম দরিদ্র এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক মেরামত ও নির্মাণকাজ শুরু
  2019-04-04 08:45:27  cri
এপ্রিল ৪: সম্প্রতি তিব্বতের নাছু শহরের নিমা জেলায় বিদ্যুৎ সরবরাহ-নেটওয়ার্কের মেরামতকাজ ও কোনো কোনো ক্ষেত্রে নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে। ,

এই প্রকল্পে মোট বরাদ্দ ৫৩০ কোটি ইউয়ান। প্রকল্পের আওতায় ৬৬টি ৩৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতকেন্দ্র নির্মিত বা মেরামত করা হবে। আর এর সরবরাহ-লাইনের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩২০০ কিলোমিটার। তা ছাড়া, ১০ কিলোওয়াট বিদ্যুতলাইন হবে প্রায় ৩৮০০ কিলোমিটার, যার কিছুটা মেরামত করা হবে এবং কিছুটা নতুন করে নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে, চলতি বছরের শেষ দিকে তিব্বতের ৬৬টি জেলা বা অঞ্চলে বিদ্যুতের গ্রাহকসংখ্যা ২৫ হাজার বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, প্রকল্পটির বাস্তবায়নকাজ শেষ হবে ২০২০ সালের প্রথমার্ধে। তখন নিমা জেলা চীনের রাষ্ট্রীয় বিদ্যুত নেটওয়ার্কের আওতায় আসবে। এতে জেলার ৯৮৮টি পরিবারের ৫ সহস্রাধিক গ্রামবাসী বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040