চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ: এডিবি
  2019-04-03 18:59:17  cri
চলতি অর্থবছরে বাংলাদেশে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির ঢাকা কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক নামে প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ অনুষ্ঠানে জানান, ভালো রপ্তানি প্রবৃদ্ধি, ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগ বাড়ার কারণে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে। এ জন্য ব্যাংকিং খাতে সংস্কার ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে ঋণদাতা সংস্থাটি। এর আগে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040