১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ও ১৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-04-03 18:58:40  cri
চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরসহ ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।

চালু হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৬টি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন এবং ২০টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। এ সময় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব সরকার তা প্রমাণ করেছে। একদশক ক্ষমতায় থাকায় আওয়মী লীগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মর্যাদাশীল দেশ গড়ার কাজে অগ্রগতি অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এ ছাড়া বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরায় বিজএমইএ'র নতুন কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040