সাফল্যের সঙ্গে ২৯টি কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ করেছে ভারত
  2019-04-02 16:35:09  cri
এপ্রিল ২: গতকাল (সোমবার) একসঙ্গে ২৯টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)। এগুলোর মধ্যে একটি ভারতের নিজস্ব সামরিক পর্যবেক্ষণ উপগ্রহ এবং বাকি ২৮টি বিদেশি উপগ্রহ।

আইএসআরও-র চেয়ারম্যান কৈলাশাভাদিভু সিভান এক বিবৃতিতে জানান, এতগুলো কৃত্রিম উপগ্রহ একসঙ্গে নিক্ষেপের কাজটা সহজ ছিল না। (সুবর্ণা/আলিম/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040