রোববারের আলাপন-190407
  2019-04-07 12:23:04  cri


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, গত অনুষ্ঠানে 'লাও শান দাদা'দের সাথে আমার পরিচয় এবং তাদের সাথে আমার কাটানো চমত্কার সময়ের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি, মনে আছে?

টুটুল: বন্ধুরা, আমরা এর আগে আমাদের এক অনুষ্ঠানে থাই থান দাদাদের গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম। থাই থান মানে 'টেম্পল অব হ্যাভেন'। এ পার্কে অনেক দাদা আছেন, তাদের প্রত্যেকের বয়স ৫০ এর উপরে। কিন্তু দাদারা প্রতিদিন জিমনেস্টিক্স চর্চা করেন। তারা এখন সারা বেইজিংয়ে অনেক বিখ্যাত । তাদের ডাকনাম হচ্ছে থাই থান দাদা। আমি আসলে তাদের গল্পের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হয়েছি।

আকাশ ভাই সম্প্রতি 'লাও সান দাদা'দের সাথে পরিচিত হয়েছেন। আমাদের সিআরআই'র কাছাকাছি একটি লাও শান পার্ক আছে। ওই দাদারা পার্কের একটি ছোট জায়গায় আনুভূমিক বারের মাধ্যমে জিমনেস্টিক্স খেলওয়াড় আসিনের মত জিমনেস্টিক্স চর্চা করেন। অনেকবার চক্রাকারে পরিভ্রমণ করেন।

একজন দাদা বিশ্রাম নেওয়ার সময় লাউড স্পিকারে ডিস্কো সঙ্গীতের সাথে নাচ করেন। তখন ওই পরিবেশ অনেক ফ্রি ও আনন্দে ভরা। আকাশ ভাই তখন অনেক মুগ্ধ হন। আসলে তারা তাদের জীবনের আনন্দ আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমাদেরকে অনেক উত্সাহিত করেছেন।

আকাশ: ভাই, আজ আমরা বাংলাদেশের রাজশাহীর একজন দাদার গল্প আমাদের ভাইবোনদের সাথে শেয়ার করবো, কেমন?

টুটুল: হ্যাঁ, এই দাদার নাম এ কে এম মাতলুবুল হক। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৭২ বছর। ছোট বেলা থেকেই তিনি ব্যায়াম করেন। ৭২ বছর বয়সে এসেও অর্থাত্ ৫৬ বছর বয়স ধরে তিনি নিয়মিত ব্যায়াম করছেন।

তিনি নিজের বাসায় একটি ব্যায়ামাগার গড়ে তুলেছেন। তরুণদের সাথে তিনি নিজেও এই ব্যায়ামাগারে শরীর চর্চা করেন।

১৯৬৩ সালে ক্লাস নাইনে পড়ার সময় বন্ধু মোখলেসুর রহমানের শরীরের গঠন দেখে তিনি ব্যায়ামের প্রতি আগ্রহী হন। তারপর থেকে ওই বন্ধুর জিমেই তিনি ব্যায়াম শুরু করেন।

সুস্থ থাকার জন্য পাঁচটি নিয়মের কথা জানান তিনি। ধার্মিকতা, ব্যালেন্স ডায়েট, শরীর চর্চা, পর্যাপ্ত ঘুমানো, দু:শ্চিন্তামুক্ত থাকা। ........

আকাশ: বন্ধুরা, আমি এই দাদার গল্প শুনে অনেক মুগ্ধ হয়েছি। টুটুল, তুমি কি বলো?

টুটুল:...

সংগীত:

আকাশ: বন্ধুরা, এখন আমরা 'বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস-২০২২'র একটি খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

টুটুল:বেইজিং শহরের ডেপুটি মেয়র, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান চাং চিয়ান তোং ১৫ মার্চ বলেন, ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ এ বছরের শেষ দিকে বিশ্বব্যাপী শুরু করা হবে। তিনি জানান, বেইজিং ইয়ান ছিংয়ের পাহাড়ের স্কি কেন্দ্রে এ বছরের অক্টোবরে প্রস্তুতিমূলক প্রতিযোগিতার প্রয়োজনীয় উপাদান বাস্তবায়ন করা হবে। অন্যান্য স্টেডিয়ামের নির্মাণকাজ ২০২০ সালে সাফল্যের সাথে সম্পন্ন হবে। বেইজিং-চাং চিয়া খৌ দ্রুতগতির ট্রেন লাইন, ইয়ান ছিং-ছংলি এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এ বছরের শেষ দিকে সম্পন্ন হবে।

এ ছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের প্রথমার্ধ পর্যন্ত ২০টি শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারা অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক প্রতিযোগিতা আয়োজন করা হবে, যাতে স্টেডিয়ামের ব্যবস্থাপনা ও সামগ্রিক অবস্থা পরীক্ষা করা যায়।

তিনি আরো বলেন, এ বছরের মে মাসে অলিম্পিক গেমসের ১০০০দিনের ক্ষণ-গণনা শুরু করা হবে। এছাড়া, ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারা অলিম্পিক গেমসের মাস্কট এ বছরের দ্বিতীয়ার্ধে প্রকাশ করা হবে।

আকাশ: ভাই, তোমার প্রত্যাশিত শীতকালীন অলিম্পিক গেমস তাড়াতাড়ি আসবে, তুমি কি বলো?

টুটুল:...

টুটুল: অন্যদিকে ১৫তম বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস স্থানীয় সময় ১৪ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত হয়। চীনের খেলোয়াড় দলের প্রধান ওয়াং মেই মেই এদিন সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে বলেন, চীনের খেলোয়াড়দের অবস্থা এখন ভালো। সব ইভেন্টের লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবে।

ওয়াং মেই মেই বলেন, চীনের বিশেষ অলিম্পিক স্পোটর্স ইতোমধ্যে অনেক সফলতা অর্জন করেছে। আরো বেশি বুদ্ধি প্রতিবন্ধী মানুষ বিশেষ অলিম্পিক স্পোর্টসের মাধ্যমে শরীর চর্চা করে, সুস্থ হওয়ার চেষ্টা করে, খেলাধুলার আনন্দ অর্জন করে এবং সামাজিক জীবনে অংশগ্রহণ করে। ২০০৭ সালে চীনের শাংহাই সাফল্যের সঙ্গে ১২তম গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস আয়োজন করে, যাতে চীনের বিশেষ অলিম্পিক স্পোর্টস এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বিশ্বের বিশেষ অলিম্পিক স্পোর্টস এগিয়ে নিতে অবদান রাখা যায়।

এবারের ৭ দিনব্যাপী বিশেষ অলিম্পিক গেমসে ১৯৫টি দেশ ও অঞ্চলের ৭৫০০জনেরও বেশি খেলোয়াড় ২৪টি ইভেন্টে প্রতিযোগিতা করবে। চীনের প্রতিনিধি দলের ১০৪জন খেলোয়াড় ট্র্যাক ও ফিল্ড, সাঁতার, বাস্কেটবল, পিংপংসহ ১০টি ইভেন্টে অংশগ্রহণ করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040