সহজ চীনা ভাষা-'তা ইয়ু'র বন্যা প্রতিরোধ'
  2019-04-02 09:36:01  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'তা ইয়ু'র বন্যা প্রতিরোধ'। এর চীনা ভাষা হলো: 大禹治水dà yǔ zhì shuǐ । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

অনেক আগের কথা। তখন চীনে খুব বন্যা হতো। বন্যায় জমি বিলীন হয়ে যেতো, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতো। বিষাক্ত সাপ ও হিংস্র জন্তু মানুষ ও পশুর ক্ষতি করত। মানুষের জীবন ছিল অনেক কষ্টের।

তখন গুন নামে একজন মানুষ সামনে এগিয়ে আসেন এবং বন্যা প্রতিরোধ করেন। বন্যা ঠেকাতে তিনি বাঁধ তৈরি করেন। এরপর নয় বছর পার হয়ে যায়, কিন্তু বন্যা সমস্যার সমাধান হয় না! এবার তার ছেলে ইয়ু সে দায়িত্ব গ্রহণ করে।

ইয়ু তার জন্মস্থান ত্যাগ করেন এবং ১৩ বছর চেষ্টা করে বন্যা সমস্যার সমাধান করেন। এই ১৩ বছরে তিনি তিন বার নিজের বাড়ির সামনে দিয়ে পার হন, কিন্তু একবারও ঘরে ঢোকেন নি!

ইয়ু খনন পদ্ধতিতে বন্যা সমস্যার সমাধান করেন। তিনি কয়েক লাখ মানুষকে সঙ্গে নিয়ে খনন করেন এবং অনেক নদী পুনরায় চালু করেন। অবশেষে বন্যা নদনদী থেকে সরে সমুদ্রের দিকে চলে যায়। বন্যা দূর হয়, বিষাক্ত সাপ ও হিংস্র জন্তুও পালিয়ে যায়। জনগণের শান্তিপূর্ণ জীবন শুরু হয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

很久hěn jiǔঅনেক সময়, খুব দীর্ঘ সময়। 久jiǔমানে লম্বা সময়

以前yǐ qián আগে। যেমন : স্কুলে যাওয়ার আগে—上学以前shàng xué yǐ qián

洪水hóng shuǐবন্যা। 洪hóng মানে বন্যা হওয়া। প্রচুর পানি।

治zhìএর কয়েকটি অর্থ আছে। এর সবচেয়ে বেশি ব্যবহৃত দু'টি অর্থ হলো:

১. পরিচালনা, সমাধান করা। যেমন : পানি পরিচালনা করা:治水zhì shuǐ

২. চিকিত্সা করা। যেমন : রোগ চিকিত্সা করা: 治病zhì bìng

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040