সব বহুতল ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা প্রতিবছর নবায়ন করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-04-01 19:40:34  cri
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনা হয় বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যিক ভবনের মতো সব বহুতল ভবনে অগ্নিনিরাপত্তা অনুমতিপত্র প্রতিবছর নবায়নের বাধ্যতামূলক করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ, বহুতল ভবনে নিয়মিত ফায়ার ড্রিল, জরুরি নির্গমন পথ পরিষ্কার রাখা এবং এলাকাভিত্তিক জলাধার নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শম রেজাউল করিম মন্ত্রিসভাকে জানান, রাজধানীতের অবৈধভবন সনাক্ত করতে ২৪টি টিম কাজ করছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040