সন্ত্রাসী তালিকায় পাকিস্তানের মাসুদ আজহারকে অন্তর্ভুক্ত করা বিষয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে চীনের বিরোধিতা
  2019-04-01 18:50:03  cri

এপ্রিল ১: পাকিস্তানের মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা বিষয় নিয়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং খুব তাড়াতাড়ি এ প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এ আচরণ নিরাপত্তা পরিষদের নিয়মের সঙ্গে সামঞ্জস্যহীন এবং খারাপ একটি উদাহরণ স্থাপন করেছে। চীন এর বিরোধিতা করে।

এ দিন অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে কেং শুয়াং বলেন, এ বিষয় নিয়ে চীনের অবস্থান বরাবর একই। বেইজিং আশা করে ১২৬৭জন সদস্যের কাঠামোতে এ সমস্যা সমাধান করা হবে। মার্কিন এ আচরণ সমস্যা আরও জটিল করবে এবং তা দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিকূল।(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040