কাঠমান্ডুতে নেপাল বিনিয়োগ সম্মেলনে একাধিক চুক্তি স্বাক্ষরিত
  2019-04-01 11:15:04  cri

এপ্রিল ১: দু'দিনব্যাপী নেপাল বিনিয়োগ সম্মেলন সম্প্রতি কাঠমান্ডুতে শেষ হয়। ৪০টি দেশের ৩০০টিরও বেশি কম্পানি এতে অংশগ্রহণ করে। সম্মেলনে একাধিক সহযোগিতাচুক্তি স্বাক্ষরিত হয়।

সম্মেলনে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি বিভাগের মধ্যে জল-বিদ্যুত ও সৌরশক্তিসংক্রান্ত ১৫টি সমঝোতাচুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ইয়ুননান শিনহুয়া জল-বিদ্যুত কম্পানি নেপালের পশ্চিমাঞ্চলে ৩৬ কোটি মার্কিন ডলার মূল্যের একটি জল-বিদ্যুত প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করে।

বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বহুজাতিক সংস্থা নেপালের উন্নয়ন-প্রক্রিয়ায় সমর্থন যোগানোর ইচ্ছা প্রকাশ করে। বিশ্ব ব্যাংকের অধীনে আন্তর্জাতিক ফাইনান্স কম্পানি আগামী ৪ বছরে নেপালে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা পেশ করে।

সম্মেলনের প্রাক্কালে নেপাল সরকার ৩২০০ কোটি মার্কিন ডলার মূল্যের ৭৭টি প্রকল্প বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে। শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগচুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ৭টি যোগাযোগ, ৪টি জ্বালানিসম্পদ এবং ৩টি কৃষিবিষয়ক প্রকল্প। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040