জাতীয় শিল্পমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-03-31 18:57:51  cri

টেকসই শিল্পখাতের বিকাশ, শিল্পোদ্যোক্তাসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় শিল্পমেলার। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের শিল্পখাতের সঙ্কট ও তা থেকে উত্তরণে নানা নির্দেশনা দেন। শিল্পখাতের বিকাশে ব্যাংকঋণকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন তিনি। ব্যাংকগুলো কেন এখনো ঋণের সুদের হার কমাচ্ছে না এ প্রশ্ন তুলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। শিল্পপ্রতিষ্ঠা ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে এ সময় মন্তব্য করেন তিনি। তবে, শিল্প প্রতিষ্ঠার সময় যেন কৃষিজমি নষ্ট না হয় সে দিকেও খেয়াল রাখতে বলেন।

মেলায় দেশের বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি, হাইটেক, কুটিরশিল্পসহ সারাদেশ থেকে ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040