আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা
  2019-03-31 15:21:22  cri

মার্চ ৩১: আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তুমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে দোস্তুমের একজন দেহরক্ষী নিহত এবং দুইজন আহত হয়েছে। গতকাল (শনিবার) দেশটির বাল্খ প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।

আফগান তথ্যমাধ্যমের খবরে বলা হয়, বাল্খ প্রদেশ থেকে জোযজান প্রদেশে যাওয়ার পথে দোস্তুমের গাড়িবহরে হামলা চালায় তালিবান।

শনিবার বিকেলে বিদেশ ভ্রমণ শেষ করে দেশে ফিরে আসেন দোস্তুম এবং পরে বাল্খ প্রদেশে এক সমাবেশে তিনি ভাষণ দেন। এ সময় তিনি বলেন, সরকারের অনুমতি পেলে তিনি ৬ মাসের মধ্যে উত্তর আফগানিস্তানকে তালিবান মুক্ত করবেন।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করছে, হামলায় ৪ জন দেহরক্ষী নিহত ও অন্য ৬ জন আহত হয়েছে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040