ঢাকা-কলকাতা নৌরুটে যাত্রী চলচল শুরু
  2019-03-30 19:02:35  cri
৭০ বছর বন্ধ থাকার পর ঢাকা কলকাতা নৌরুট ফের চালু হল। পরীক্ষামূলকভাবে এমভি মধুমতি নামে একটি জাহাজ ৮০ জন যাত্রী নিয়ে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের পাগলায় বিআইডব্লিউটিসির মেরিন এন্ডারসন জেটি থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করে।

নৌরুট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি বাংলাদেশ-ভারত যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক হয়ে থাকবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়েছে। একই দিন ভারতের কলকাতা থেকে একটি যাত্রীবাহী জাহাজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। এ নৌযাত্রায় যাত্রীরা সুন্দরবনের অপার প্রাকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040