কাঠমাণ্ডুতে তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৬০তম বার্ষিকী উপলক্ষে ছবি প্রদর্শনী
  2019-03-29 16:14:06  cri
মার্চ ২৯: তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৬০তম বার্ষিকী উপলক্ষে একটি ছবি-প্রদর্শনী গতকাল (বৃহস্পতিবার) নেপালের রাজধানী কাঠমাণ্ডুর নেপালি কলেজে শুরু হয়। পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে: 'তিব্বতের বর্তমান ও অতীত'।

নেপালের প্রতিনিধি পরিষদের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারা, কাঠমাণ্ডুতে চীনা রাষ্ট্রদূত হৌ ইয়ান ছি, এবং চীনের তিব্বতি সংস্কৃতি রক্ষা ও উন্নয়ন সমিতির উপ-প্রধান নিমা সেরিং যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার কৃষ্ণ বাহাদুর বলেন, 'কয়েক মাস আগে আমি তিব্বত সফর করেছি। সমৃদ্ধ তিব্বতের সুন্দর স্মৃতি আমার মনে এখনও স্পষ্ট।'

স্পিকার জোর দিয়ে বলেন, দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা বাড়াতে এবং দু'দেশের সংস্কৃতি ও পর্যটন খাতকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করবে এই ছবি-প্রদর্শনী।

অনুষ্ঠানে নিমা সেরিং বলেন, প্রদর্শনীতে তিব্বতের গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়া, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিশাল পরিবর্তন, এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মের অবাধ স্বাধীনতা রক্ষার প্রয়াস ফুটে উঠেছে। (ওয়াং হাইমান/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040