চীনের উন্মুক্তকরণের গতি দ্রুততর হওয়ার সাক্ষী হাইনান
  2019-03-28 19:57:09  cri
মার্চ ২৮: ২০১৮ সালের বোআও এশিয়া ফোরামে চীনের উন্মুক্তকরণের গতি দ্রুততর করার জন্য চারটি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন প্রেসিডেন্ট সি চিন পিং। এর পর চীনে নতুন দফা উন্মুক্তকরণ-প্রক্রিয়ার পথ উন্মোচিত হয়। ২০১৯ সালের বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনে উন্মুক্তকরণের গতি বাড়ানোসংক্রান্ত ধারাবাহিক ইতিবাচক সংকেত পাঠান চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। বিগত ৪০ বছরে, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ জানালা হিসেবে, হাইনান আবারও চীনের উন্মুক্তকরণের গতি দ্রুততর হওয়ার সাক্ষীতে পরিণত হয়।

চীনের বিগত ৪০ বছরের উন্নয়ন-সাফল্য পর্যালোচনায় 'উন্মুক্তকরণ' নিঃসন্দেহে সর্বোচ্চ গুরুত্ব পাবে। চীন দ্রুত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। পাশাপাশি চীন নির্মাণ শিল্পে বৃহত্তম দেশ এবং পণ্য-বাণিজ্যের ক্ষেত্রে বৃহত্তম দেশে পরিণত হয়েছে। সেই সঙ্গে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শীর্ষস্থানে রয়েছে। এই সাফল্যের প্রেক্ষাপটে চীনা সরকার ও জনগণ উপলব্ধি করছে যে, ভবিষ্যতে চীনা অর্থনীতিতে উচ্চ পর্যায়ের গুণগত মানের উন্নয়ন বাস্তবায়ন করার জন্য উন্মুক্তকরণের গতি ও পরিসর আরও বাড়াতে হবে। (ওয়াং হাইমান/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040