বৈশ্বিক ব্যবস্থাপনার 'চার ঘাটতি' পূরণে সি চিন পিংয়ের প্রস্তাব বাস্তবসম্মত: সিআরআই ভাষ্যকার
  2019-03-27 18:48:44  cri
মার্চ ২৭: বৈশ্বিক ব্যবস্থাপনার 'চার ঘাটতি' পূরণে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্যারিসে যে প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবসম্মত। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর এক সংবাদভাষ্যে এমন মন্তব্য করা হয়েছে। প্রেসিডেন্ট সি ফ্রান্স সফরকালে গতকাল (মঙ্গলবার) প্যারিসে শেষ-হওয়া 'চীন-ফ্রান্স বৈশ্বিক ব্যবস্থাপনা ফোরাম'-এ এ প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট সি বলেন, ব্যবস্থাপনার ঘাটতি পূরণে ন্যায্য ও সুসংহত উপায়ে কাজ করতে হবে; আস্থার ঘাটতি পূরণে পারস্পরিক আলোচনা ও সমঝোতার চেতনা কাজে লাগাতে হবে; শান্তির ঘাটতি পূরণে 'একই নৌকায় নদী পার হওয়ার চেতনা'-য় উদ্বুদ্ধ হতে হবে; এবং উন্নয়নের ঘাটতি পূরণে পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের জন্য কাজ করতে হবে।

সংবাদভাষ্যে বলা হয়েছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে এবং সংরক্ষণবাদ প্রবণতাও বেড়ে গেছে। বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করতে চীন ইচ্ছুক।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছেন, চীন ও ইউরোপ বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ শক্তি এবং বহুপক্ষবাদ ও আর্থিক বিশ্বায়নের অগ্রদূত। দু'পক্ষের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করা, ইউরেশিয়ার সমৃদ্ধি বাস্তবায়ন করা, এবং দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষকে প্রচেষ্টা চালাতে হবে।

একইসঙ্গে, বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষ সম্মেলনে অংশ নিতে সংশ্লিষ্ট দেশগুলোকেও আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। (ওয়াং হাইমান/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040