সুরের ধারায়- লি জুং শেং
  2019-03-27 15:24:28  cri

লি জুং শেং, তার ইংরেজি নাম জোনাথেন লি। ১৯৫৮ সালের ১৯ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী এবং সুরকার।

১৯৭৯ সালে লি জুং শেং মাধ্যমিক স্কুলের লেখাপড়া ছেড়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে একটি কোরাস দল গঠন করেন। তার কোরাস দলের নাম 'কাঠের গিটার'। তিন বছর পর তাদের 'কাঠের গিটার' নামে একটি অ্যালবাম প্রকাশিত হয়। তবে এই দলটি বেশি দিন স্থায়ী হয় না, পরে ভেঙে যায়।

১৯৮২ সালে লি জুং শেং কন্ঠশিল্পী চেং ই'র জন্য 'ছোট বৃষ্টি ঠিক সময় এসেছে' এবং 'চলে যেও, আমার প্রিয়' নামে দু'টি সুন্দর প্রেমের গান রচনা করেন। একই বছর লি জুং শেং কন্ঠশিল্পী শুয়েই ইউয়ে'র জন্য 'রক সঙ্গীতের মঞ্চ' সহ তিনটি অ্যালবাম রচনা করেন। এর মাধ্যমে লি জুং শেং আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহল যোগ দেন।

১৯৮৫ সালে সঙ্গীত ক্ষেত্রে তার প্রতিভা দেখে 'রক সঙ্গীত' কোম্পানি লি জুং শেং-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ১৯৮৫ সালে লি জুং শেং নিজের প্রথম অ্যালবাম 'জীবনের ইএলএফ' প্রকাশ করেন।

১৯৮৭ সালে প্রযোজক হিসেবে তিনি কন্ঠশিল্পী চৌ হুয়া জিয়ানের প্রথম অ্যালবাম 'হৃদয়ের দিক' প্রকাশ করেন।

১৯৮৯ সালে লি জুং শেং কন্ঠশিল্পী ছেন সু হুয়া-এর জন্য 'স্বপ্ন থেকে জেগে ওঠার মুহূর্ত' নামে অ্যালবাম রচনা করেন। এই অ্যালবাম হল তাইওয়ানের সঙ্গীত মহলে দশ লক্ষাধিক কপি বিক্রি হওয়া প্রথম অ্যালবাম। এটি কন্ঠশিল্পী ছেন সু হুয়া-এর প্রতিনিধিত্বকারী অ্যালবাম।

১৯৯০ সালে লি জুং শেং 'আমি ছোট একটি পাখি' নামে গান রচনা করেন। ১৯৯২ সালে লি জুং শেং গান রচনা এবং গাওয়া ছাড়াও টিভি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও কাজ শুরু করেন। তখন তার উপস্থাপনায় 'সুরকার' নামে সঙ্গীত-সম্পর্কিত অনুষ্ঠান তাইওয়ানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

১৯৯২ সালে লি জুং শেং কন্ঠশিল্পী চাং আই জিয়া-এর জন্য 'ভালোবাসার মূল্য' নামে গান রচনা করেন। চাং আই জিয়া এই গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়া তিনি চলচ্চিত্র 'ফেয়ারওয়েল মাই কনকিউবাইন'-এর জন্য থিম সং 'যখন ভালোবাসা অতীত হয়েছে' রচনা করেন। এই গানটি চীনাদের কাছে এখনো অনেক জনপ্রিয়।

২০০৫ সালে লি জুং শেং গীতিনাটক 'সং অব লাইট অ্যান্ড শ্যাডো'র সঙ্গীত পরিচালক, প্রযোজক এবং সুরকার হিসেবে কাজ করেন। ২০১১ সালে তিনি 'নিজের জন্য গান' নামে একটি গান রচনা করেন। এই গান নিয়ে লি জুং শেং সেই বছর তাইওয়ানের 'গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস'-এর শ্রেষ্ঠ বার্ষিক গান, শ্রেষ্ঠ সুর এবং শ্রেষ্ঠ গানের কথা- এ তিনটি পুরস্কার জিতে নেন।

২০১৩ সালে লি জুং শেং 'পাহাড়' নামে গান প্রকাশ করেন। একই বছর তিনি বিশ্বব্যাপী ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন এবং এই সঙ্গীতানুষ্ঠানের নাম হল 'যৌবনকে হাতে রাখা যায় না'।

২০১৫ সালে লি জুং শেং 'তোমাকে বসন্ত উত্সবের গানটি উপহার দেই' নামে গান প্রকাশ করেন। ২০১৮ সালে তার আরেকটি গান 'নতুন লেখা পুরোনো গান' বাজারে আসে।

২০১৮ সালের ২৯ অগাস্ট, লি জুং শেং-এর গান 'শহরের বাইরে যাওয়া' ২০১৮ সালে চীনাদের সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ গানের কথার পুরস্কার অর্জন করে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক লি জুং শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, পরের আসরে আবার কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040