তং জাতি
  2019-03-27 10:27:32  cri

 

তং জাতির লোকসংখ্যা প্রায় ৩০ লাখ এবং তারা মূলত কুই চৌ প্রদেশ, কুয়াং সি প্রদেশ, হুই পেই প্রদেশে বাস করে। এর মধ্যে কুই চৌ'র ছিয়ান তুং নান মিয়াও ও তং জাতির স্বায়ত্তশাসিত রাজ্য চীনে বৃহত্তম তং জাতিঅধ্যুষিত এলাকা। সারা রাজ্যে তং জাতির লোকসংখ্যা ১২ লাখ ১০ হাজার।

তং জাতিঅধ্যুষিত এলাকা ইউয়ান নান-কুই চৌ মালভূমির পূর্ব দিকে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ থেকে ১০০০ মিটার উঁচু। এই এলাকার আবহাওয়া সারা বছরই উষ্ণ থাকে এবং গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাত ১২০০ মিলিমিটার। ভাল প্রাকৃতিক পরিবেশ কৃষিকাজ ও পশুপালনের জন্য উপযোগী।

তং জাতির ধান চাষ করার ইতিহাস অনেক দীর্ঘ। তং জাতিঅধ্যুষিত এলাকায় কোনো কোনো ধান ক্ষেত্রের আয়তন ১০ হাজার মু'র বেশি। ধান ছাড়া, গম, মিষ্টি আলু, আলু, ভুট্রাও চাষ করা হয় এ অঞ্চলে।

তং জাতিঅধ্যুষিত এলাকা চীনের ৮টি বন-এলাকার অন্যতম। এখানে সবচেয়ে বিখ্যাত গাছ হল চায়নিজ ফার। চিন পিং নামক একটি জেলা চীনের চায়নিজ ফার গাছের জন্য বিখ্যাত। এখানে উত্পাদিত চায়নিজ ফার গাছ নির্মাণশিল্প, জাহাজনির্মাণ, কাগজ ও আসবাবপত্র শিল্প ইত্যাদিতে ব্যবহৃত হয়। প্রাচীনকালে এ গাছ থেকে উত্পন্ন কাঠ বিশেষভাবে রাজকীয় পরিবারের প্রয়োজনে সরবরাহ করা হতো।

তং জাতিঅধ্যুষিত এলাকায় নানা ধরনের গাছ পাওয়া যায় এবং এর মধ্যে চারটি জাতীয় প্রথম শ্রেণীর সুরক্ষিত প্রজাতি রয়েছে।

তং জাতির মানুষ নিজেদের gaeml বলে ডাকে। তং জাতির ভাষায় gaeml মানে 'কাঠ ও ডালপালা দিয়ে বাধা দেওয়া'। তং জাতির মানুষ এ নামে নিজেদের ডাকে, কারণ তারা মনে করে, তারা বনের মধ্যে বহিঃবিশ্ব থেকে বিছিন্ন হয়ে বাস করে।

তং জাতির নিজস্ব ভাষা আছে। চিন পিং জেলাকে সীমান্ত ধরে তাদের অঞ্চলকে দক্ষিণ ও উত্তর—এই দুটি আঞ্চলিক ভাষা-জোনো ভাগ করা হয়। প্রতিটি আঞ্চলিক ভাষার আবার ৪টি করে শাখা-ভাষা আছে। উত্তর তং ভাষায় হান ভাষার বেশ প্রভাব আছে। তারা দীর্ঘকাল ধরে হান জাতির মানুষের সঙ্গে পাশাপাশি বসবাস করে আসছে বিধায়, হান ভাষা খানিকটা বুঝতে পারে। তাদের ভাষায় হান ভাষার শব্দও আছে। দক্ষিণ তং ভাষা তুলনামূলকভাবে আরও প্রাচীন একটি ভাষা। যদিও তং জাতির দুটি ভাষা আছে, কিন্তু এই দুটি ভাষার মধ্যে পার্থক্য বেশি না; ব্যাকরণ প্রায় একই। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে ৭০ শতাংশের বেশি শব্দও এক।

তং জাতির ভাষায় অক্ষর ছিল না। ১৯৫৮ সালে সরকারের সাহায্যে দক্ষিণ তং ভাষাভিত্তিক পিনইন তৈরি করা হয়।

তং জাতির গ্রাম পাহাড় ও নদীর মধ্যে অবস্থিত এবং তং জাতিঅধ্যুষিত এলাকায় যেখানে নদী আছে সেখানে নিশ্চিতভাবেই আছে সেতু। তং জাতি নানা ধরনের সেতু তৈরি করে এবং তা জাতীয় বৈশিষ্ট্যের অন্যতম।

তং জাতির সাহিত্য খুব উন্নত ও বৈশিষ্টসম্পন্ন। তং জাতিঅধ্যুষিত এলাকাকে 'কবিতার সাগর' বলে ডাকা হয়। তাদের কবিতা নানা ধরনের। মহাকাব্য এবং পৌরাণিক কাহিনী, কৃষিকাজ, প্রেমসহ সবকিছু কবিতায় দেখা যায়। গান গাওয়া তং জাতির গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য। প্রবীণদের কাছ থেকে গান গাইতে শেখা তাদের একটি নিয়ম।

তং জাতি উত্সব বা সামাজিক অনুষ্ঠান উদযাপন করে। প্রতিবছর শতাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে যেমন রয়েছে জাতির বড় উত্সব তেমন রয়েছে প্রতিটি গ্রামের নিজের বিশেষ উত্সব। সংগীত উত্সব, বাজি উত্সব, বুলফাইটিং উৎসব সবচেয়ে আড়ম্বরপূর্ণ কয়েকটি উত্সব। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040