বর্তমানে কুয়াংচৌ, ছেংতু, ছোংছিং এবং ছিংতাওয়ে অবস্থিত ফাংসোর চারটি স্টোর রয়েছে। ফাংসো বুক স্টোর পঠন, স্বাদ ও কেনাকাটা করার ক্ষেত্রে জনসাধারণের জীবনে উচ্চ মানের চাহিদা পূরণের জন্য "যৌথ বইয়ের দোকানে" ধারণা তৈরি করে।
ফাংসোর কুয়াংচৌ বুক স্টোরটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। একটি হাই-এন্ড শপিং মলের তাইকু হুইয়ে অবস্থিত। এটি একহাজার আটশ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এতে কফি বার, বুটিকস ও হস্তশিল্পের দোকান রয়েছে। প্রতি বছর ২ লাখেরও বেশি মানুষ দোকান ভ্রমণ করে।