২০১৯ লন্ডন আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন
  2019-03-26 10:19:38  cri

গত ১২ মার্চ লন্ডনের অলিম্পিয়া প্রদর্শনী কেন্দ্রে '৪৮তম লন্ডন ইন্টারন্যাশনাল বুক ফেয়ার' শুরু হয়। বিশ্বব্যাপী বই শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বসন্তকালীন ইভেন্ট হিসাবে, বইমেলাটি বিশ্বের অনেক দর্শনার্থী ও বইপ্রেমীকে আকর্ষণ করে।

উদ্বোধনী দিন সকালে চীনের বিদেশি ভাষা ব্যুরো বুথের সভাপতিত্বে "ব্রিটিশদের চোখে চীন" শিরোনামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা হুই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। পরবর্তীতে, তিন ব্রিটিশ লেখক এবং প্রফেসর বক্তৃতা দেন এবং 'তাদের চোখে চীন' বিষয়ে কথা বলেন। বিকেলে বিদেশি ভাষা শিক্ষা ও গবেষণা প্রকাশনা এবং স্প্রিংগার নেচার গ্রুপ যৌথভাবে লন্ডন ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 'চীনা আদর্শ এবং সাংস্কৃতিক পরিভাষা গবেষণা সিরিজ'-এর (ইংরেজি সংস্করণ) প্রথম ব্যাচ সম্পর্কিত নতুন বই গ্লোবাল রিলিজ অনুষ্ঠানের আয়োজন করে।

ফরেন রিসার্চ সোসাইটির প্রধান সম্পাদক স্যু চিয়েন চুং বলেন, সিনিয়র অনুবাদক ও সিনোলোজিস্ট 'চীনা আদর্শ এবং সাংস্কৃতিক পরিভাষা গবেষণা সিরিজ'টির ইংরেজি অনুবাদ করেন এবং স্প্রিংগার নেচার গ্রুপ কাগজ ও ডিজিটাল ফর্মে সিরিজটি বিশ্বব্যাপী প্রকাশ করেন। এটি প্রথমবার পদ্ধতিগত গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে চীনা মতাদর্শ ও সাংস্কৃতিক পরিভাষা প্রকাশের একটি উদ্যোগ। আন্তর্জাতিক একাডেমিক ও বাণিজ্য প্রকাশনা সংস্থা পলগ্রভ ম্যাকমিলান-এর প্রধান সম্পাদক টামসিন ওরিয়ান্ডান বলেন, "এই সিরিজ বিশ্বব্যাপী চীনা সংস্কৃতির প্রয়োজনীয়তা বোঝার ক্ষেত্রে মূল্যবান সহায়তা দেব।"

চীনা বুক ফেয়ারে চীন বিদেশি ভাষা ব্যুরো, চীনা প্রকাশনা, চীনা শিক্ষা প্রকাশনা মিডিয়া গ্রুপ কোম্পানি লিমিটেড এবং ফিনিক্স পাবলিশিং মিডিয়া গ্রুপের ইতিহাস, সংস্কৃতি, সমাজ, চীনা শিক্ষা এবং বিভিন্ন দ্বিভাষিক পাঠ্যপুস্তক গ্রুপ অংশ নিয়েছে। চীনের সঙ্গে সম্পর্কিত অনেক কার্যক্রম বইমেলার সময় অনুষ্ঠিত হয়। কিছু চীনা লেখক ব্রিটিশ পাঠকদের সাথে যোগাযোগের জন্য প্রদর্শনীস্থানে যান। লন্ডন ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের পরিচালক মিসেস জ্যাকস থমাস এক সাক্ষাত্কারে বলেন, গত বছর বেইজিং ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে ব্রিটেনের বৃহত্তম প্রতিনিধিদল অংশ নেয়। বেইজিং ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে ব্রিটেনের অংশগ্রহণের আকার গত বছর একই রকম ছিল। তিনি আরও বলেন, "আমরা লন্ডন বুক ফেয়ারে 'চীনা চ্যাট ক্লাব' চালু করেছি। আমরা অক্সফোর্ড কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে কাজ করবো। চীন ও ব্রিটেনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য ব্রিটিশ প্রকাশকদের কিছু চীনা দৈনিক কথোপকথন এবং চীনা ব্যবসায়িক সংলাপ শিখতে সাহায্য করবো।"

বার্ষিক লন্ডন ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটি ১৯৭১ সালে কপিরাইট ট্রেড বুক ফেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বই মেলা ৩দিন স্থায়ী হয় এবং ১৪ মার্চ শেষ হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040