মিলেনিয়াম গ্র্যান্ড খাল সংরক্ষণ
  2019-03-26 10:17:37  cri

সপ্তাহান্তে সকাল যখন উজ্জ্বল ছিল, তখন ছেন সি পো বিছানা থেকে ওঠেন। তিনি কিছু রুটি ও পানি একটি ব্যাগে নিয়ে বের হন। বহু বছর ধরে তার সঙ্গে থাকে পুরানো ফ্যাশনের সাইকেলে চড়ে রওনা দেন। পরিকল্পনা অনুযায়ী, আজ তিনি খালের উত্তর প্রান্তের পাথর-বাঁধা জেটির তীর দেখতে যাচ্ছেন।

ছেন সি পো বেইজিংয়ের থংচৌ জেলার রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। খাল সংস্কৃতি তার গবেষণা বিষয়। প্রায় প্রতি সপ্তাহের শেষে তিনি খালের চারপাশে ঘুরে বেড়ান।

তিনি বলেন,

"যখন আমি কোনো কাজ করতাম না, তখনও আমি খালের পাশে যেতাম। খাল পরিদর্শনের জন্য প্রাচীন শহরেও গিয়েছিলাম। সিপিপিসিসি সদস্যের একটি কর্তব্য তদন্ত করা। বেইজিংয়ের খাল সংস্কৃতির উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে মনোযোগ দিই। খালটি থংচৌ জেলার ব্র্যান্ড এবং বেইজিংয়ের ব্র্যান্ড। অতএব, খাল নির্মাণের পর, এটি শুধুমাত্র থংচৌ জেলারই গৌরব নয়, বেইজিংয়ের গৌরব। এ কাজ করে আমি ব্যক্তিগতভাবে গর্বিত।"

মিঃ ছেন বলেন, খালটি চীনের ছেচল্লিশতম বিশ্ব ঐতিহ্য প্রকল্প—চীনের গ্র্যান্ড খাল। এই খাল ৮টি প্রদেশের (পৌরসভার) মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং ২৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম খাল এবং এটির ২৫০০ বছরেরও বেশি ইতিহাস রয়েছে। গ্র্যান্ড খালের বেইজিং রিভার বেসিন ৭০ কিলোমিটার দীর্ঘ। যার মধ্যে থংচৌ বিভাগের ৪২ কিলোমিটার, বেইজিং অংশের মোট দৈর্ঘ্যের প্রায় দুই-তৃতীয়াংশ। থংচৌ ইতিহাস-সমৃদ্ধ একটি জলপথ শহর এবং ইতিহাসে 'রয়েল ডক' হিসেবে জলপথে পরিবহন সংস্কৃতির সঙ্গে এর গভীর ঐতিহাসিক সম্পর্ক আছে। গবেষণাকাজে শিক্ষক চেন খুঁজে পান যে, জলপথে পরিবহন সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান 'পাথর-বাঁধা জেটি'র ধ্বংসাবশেষ কিছু অসম্পূর্ণ ভবনের নিচে চাপা পড়েছে বা জোর করে দখল করা হয়েছে। তাই তিনি থংচৌ জেলার রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে "থংচৌ প্রাচীন শহরের উত্তরে 'খাল-সাংস্কৃতিক-ঐতিহ্যিক এলাকা' রক্ষার প্রস্তাব" জমা দেন। ২০১০ সালে, থংচৌ নতুন শহর নির্মাণকাজ শুরু হয় এবং নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবনগুলি ধ্বংস করা হয়। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

থংচৌ জেলার রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কর্মসূচি অনুযায়ী, ছেনের প্রস্তাব দ্রুত সংশ্লিষ্ট বিভাগগুলিতে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন বিভাগের যৌথ প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয়।

চলিত বছর ত্রয়োদশ সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশনে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, নানচিং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্য ইনস্টিটিউটের পরিচালক হে ইয়ুন সিয়াং মনে করেন, গ্র্যান্ড খাল বিশ্বজুড়ে চীনের সাংস্কৃতিক গৌরব তুলে ধরে। সেই সঙ্গে এটি সামাজিক অর্থনীতি ও সংস্কৃতি বিকাশে একটি ধারাবাহিক শক্তির যোগান দেয়। তিনি বলেন, "গ্র্যান্ড খাল একটি সাংস্কৃতিক ঐতিহ্য; যা চীনা জাতির সৃজনশীলতার প্রকাশ ঘটায়।"

হে মনে করেন, গ্র্যান্ড খাল সাংস্কৃতিক বেল্ট নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ। "প্রথমত, এটি হলো চীনের চমৎকার ঐতিহ্যগত সংস্কৃতির পুনরুজ্জীবন। দ্বিতীয়ত, উত্তর থেকে দক্ষিণে জল স্থানান্তর প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করা এবং এটি পরিবেশগত সভ্যতার একটি অঞ্চল।"

সাংস্কৃতিক আত্মবিশ্বাস "একটি দেশ ও একটি জাতি উন্নয়নে একটি আরও মৌলিক, গভীর ও আরও দীর্ঘস্থায়ী শক্তি।" একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তার সাংস্কৃতিক বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আমরা আমাদের নিজস্ব চোখের যত্ন নেওয়ার মতো মিলেনিয়াম গ্র্যান্ড খাল বিশ্ব সাংস্কৃতিক হেরিটেজকেও ভালোবাসি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040