গণতান্ত্রিক কঙ্গোতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে চীনা শান্তিরক্ষীদের অংশগ্রহণ
  2019-03-25 17:20:39  cri
মার্চ ২৫: গত (শনিবার) গণতান্ত্রিক কঙ্গোতে আয়োজিত পাকিস্তানের জাতীয় দিবসের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চীনের শান্তিরক্ষীরা। কঙ্গোর দক্ষিণাঞ্চলে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষীদলের প্রধান সাইয়েদ ইমদাদ হুসেইন শাহ্‌র আমন্ত্রণে চীনা শান্তিরক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত হন। পাক শান্তিরক্ষীরা অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে চীনের জাতিসংঘ শান্তিরক্ষীদলের প্রধান চেং সি ইউয়ান বলেন, গণতান্ত্রিক কঙ্গোতে চীনা শান্তিরক্ষীদল ও পাক শান্তিরক্ষীদলের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছেন।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে চীনের সংশ্লিষ্ট সৈনিকরা বিভিন্ন দেশে চীনের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছেন। তাঁরা শান্তিরক্ষার গুরু দায়িত্ব পালনের পাশাপাশি, বিদেশিদের সামনে চীনা সংস্কৃতিকে তুলে ধরছেন, বলছেন চীনা গল্প। তাঁরা বিদেশে চীনের কণ্ঠস্বর।

তিনি চীন-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।(ওয়াং হাইমান/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040