সহজ চীনা ভাষা-'হান হাও পাখি'
  2019-03-25 15:46:02  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'হান হাও পাখি'। এর চীনা ভাষা হলো: 寒号鸟 hán hào niǎo । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

পাহাড়ের পাদদেশে একটি ফাঁক আছে। হান হাও পাখি এই ফাঁককে নিজের বাসার মতো ব্যবহার করে। পাহাড়ের বিপরীত দিকে আছে একটি নদী। নদীর তীরে একটি পপলার গাছও আছে। আর সেই গাছে থাকে একটি দোয়েল পাখি। হান হাও পাখি ও দোয়েল প্রতিবেশী হিসেবে বাস করে।

এদিকে শীতকাল ঘনিয়ে আসছে। একদিন দোয়েল বাইরে থেকে অনেক চেষ্টা করে কিছু শুকনো ঘাস নিয়ে আসে এবং বাসা তৈরির কাজে ব্যস্ত থাকে। যাতে শীতের ঠাণ্ডা ঠেকানো যায়। কিন্তু হান হাও পাখি সারাদিন খেলাধুলা করে আর ঘুমায়। কোনো কাজই করে না! দোয়েল হান হাও পাখিকে বলে: আর ঘুমিও না, তাড়াতাড়ি শীতের জন্য বাসা তৈরি করো।

হান হাও পাখি বলে: বোকা দোয়েল, সূর্য এত উষ্ণ, এখন ঘুমের সময়!

ধীরে ধীরে শীতকাল এসে পড়ে।

দোয়েল উষ্ণ বাসায় থাকে। কিন্তু হান হাও পাখি পাথরের ফাঁকে ভীষণ ঠাণ্ডায় কষ্ট পায়। সে বলে: ঠাণ্ডায় আমি মরে যাবো...বেঁচে থাকলে আগামীকাল বাসা তৈরি করবো।

তবে পরের দিন, উষ্ণ সূর্যের আলোয় হান হাও পাখি গত রাতের কষ্টের কথা ভুলে যায়! দোয়েল আবার হান হাও পাখিকে বাসা তৈরির কথা বলে। কিন্তু হান হাও পাখি আবার বলে: বোকা দোয়েল, আমি এখন আরাম করে ঘুমাবো।

এবার তুষার পড়া শুরু হয়।

হান হাও পাখি অত্যন্ত ঠাণ্ডায় কষ্ট পেয়ে বলে: আগামীকাল নিশ্চয়ই বাসা তৈরি করবো!

পরের দিন দোয়েল আবার হান হাও পাখিকে ডাকে। কিন্তু কোনো জবাব পায় না। কারণ, গতরাতের ভীষণ ঠাণ্ডায় হান হাও পাখি মারা গেছে!

  

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

鸟 niǎo পাখি

自己 zì jǐ নিজে, যেমন: নিজের কাজ নিজেই করি। এর চীনা ভাষা 自己的事情自己做zì jǐ de shì qíng zì jǐ zuò

对面duì miàn বিপরীত দিকে। যেমন: সড়কের বিপরীত দিকে:马路对面

mǎ lù duì miàn

住zhù থাকা। যেমন: তুমি কোথায় থাকো?你住哪儿nǐ zhù nǎ ér

赶快 gǎn kuài তাড়াতাড়ি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040