প্রেসিডেন্ট সি'র আসন্ন মোনাকো সফর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে: সিআরআইয়ের সম্পাদকীয়
  2019-03-24 17:12:10  cri
মার্চ ২৪: আজ (রোববার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরই)-এর এক সম্পাদকীয়তে বলা হয়, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন মোনাকো সফর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশের প্রেসিডেন্টের সফর প্রমাণ করবে যে, বড় দেশ হিসেবে ছোট দেশকে সম্মান করতে জানে চীন। বেইজিং সময় আজ (রোববার) দিবাগত রাত একটায় প্রেসিডেন্ট সি'র মোনাকো পৌঁছানোর কথা।

সম্পাদকীয়তে বলা হয়, চীনের আয়তন ৯৬ লক্ষাধিক বর্গকিলোমিটার। আর মোনাকোর আয়তন মাত্র ২.০২ বর্গকিলোমিটার। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এটি। তবে ফর্মুলা ওয়ানের মতো ইভেন্টের নিয়মিত আয়োজক হিসেবে মোনাকো সুপরিচিত। তা ছাড়া, এখানকার মানুষের গড় বার্ষিক আয় ১ লাখ ৭০ হাজার ইউরোর বেশি।

সম্পাদকীয়তে আরও বলা হয়, গেল বছরের সেপ্টেম্বরে চীনের সঙ্গে মোনাকোর টেলিযোগাযোগ কোম্পানির 'ফাউভ জি' সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে মোনাকো উপকৃত হবে। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040