'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে যোগ দিল ইতালি
  2019-03-23 20:57:27  cri
মার্চ ২৩: চীনের প্রস্তাবিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে যোগ দিল ইতালি। স্থানীয় সময় আজ (শনিবার) রোম শহরের উপকণ্ঠের ভিলা মাদামাতে এ-সংক্রান্ত এক স্মারকলিপিতে স্বাক্ষর করেন চীন ও ইতালির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। এসময় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ইতালির প্রধানমন্ত্রী জুজেপে কন্তে উপস্থিত ছিলেন। জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে ইতালিই প্রথম এই উদ্যোগে যোগ দিল।

চীন ও ইতালির পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগের ক্ষেত্রে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের বিশাল সম্ভাবনা রয়েছে বলে দু'পক্ষ বিশ্বাস করে।

২০১৩ সালে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব প্রথমবারের মতো উত্থাপন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এর পর থেকে এ পর্যন্ত চীনের সঙ্গে দেড় শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে।

প্রেসিডেন্ট সি'র ইতালি সফরের প্রাক্কালে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে রোমের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশি আলাপ-আলোচনা হয়। সফরকালে চীনা প্রেসিডেন্ট সি'র সঙ্গে বৈঠককালে ইতালির শীর্ষনেতৃবৃন্দও 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব সমর্থনের কথা বলেন। তাঁরা জানান, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণ ইতালির জন্য একটি ভাল সুযোগ।

উল্লেখ্য, চীন হচ্ছে এশিয়ায় ইতালির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আর ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে চীনের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০১৮ সালে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৫০০০ কোটি মার্কিন ডলারের বেশি। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040