রোমে সি চিন পিংয়ের সঙ্গে ইতালির প্রেসিডেন্টের বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ
  2019-03-23 18:43:26  cri

মার্চ ২৩: রোমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইতালির প্রেসিডেন্ট সার্জি মাতারেল্লার বৈঠক দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। গতকাল (শুক্রবার) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় চীনা প্রেসিডেন্ট সি'র সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ইতালির প্রেসিডেন্ট। অনুষ্ঠানে দু'নেতা দু'দেশের প্রাচীন সভ্যতার কথা বলেন। প্রেসিডেন্ট সি বলেন, ইতালি ও চীন বৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি ও প্রাচীন সভ্যতার দুটি দেশ। দু'দেশের সম্পর্কে ঐতিহাসিক উপাদান রয়েছে। দু'দেশের উচিত মানবিক যোগাযোগ গভীরতর করা এবং সংস্কৃতি, শিক্ষা, চলচ্চিত্র-টেলিভিশন ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করা।

প্রেসিডেন্ট মাতারেল্লা বলেন, ইতালি ও চীনের সভ্যতা কয়েক হাজার বছরের প্রাচীন। মানবজাতি বর্তমানে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলা করার মতো যথেষ্ট বুদ্ধি ও অভিজ্ঞতা দু'দেশের জনগণের আছে।

এর আগে ইতালির প্রধান সংবাদমাধ্যমে স্বনামে প্রকাশিত এক প্রবন্ধে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, দুই সহস্রাধিক বছর আগে প্রাচীন রেশমপথের সাহায্যে চীনের সঙ্গে প্রাচীন রোমের সংযোগ স্থাপিত হয়েছিল। সেই থেকে দু'দেশের সম্পর্ক কালের বিবর্তনে উন্নত থেকে উন্নততর হয়েছে।

তিনি আরও লেখেন, ২০২০ সাল দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এই পটভূমিতেই তিনি ইতালি সফরে এসেছেন। এই সফর দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং দু'দেশ যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাবে।

এদিকে, প্রেসিডেন্ট সি'র রোম সফরের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে রোমের প্রধান সংবাদমাধ্যমগুলো। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্ট লেডি ফেং লি ইউয়ানের রোম বিমানবন্দরে পৌঁছানোর সচিত্র খবর অনেক পত্রিকায় লিড হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040