চীনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর উদ্ধারকাজে চীনা নেতাদের নির্দেশ
  2019-03-22 16:37:12  cri
মার্চ ২২: চীন সময় গতকাল (বৃহস্পতিবার) বিকাল ২টা ৪৮ মিনিটে চিয়াংসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। আহতদের মধ্যে ৯০ জনের অবস্থা গুরুতর। কাছাকাছি ১৬টি শিল্প প্রতিষ্ঠানও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানাটি ইয়ানছেং শহরের সিয়াংসুই জেলার ছেন চিয়া কাং থানার থিয়ান চিয়া ইতে অবস্থিত।

দুর্ঘটনার ওপর গুরুত্ব দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার। বিদেশ সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালানো, পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ করা এবং আহতদের চিকিত্সা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এক নির্দেশনায় বলেন, বিজ্ঞানসম্মত পন্থায় ও কার্যকরভাবে উদ্ধারকাজ করতে হবে, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করতে হবে।

চীনের আকস্মিক ঘটনা মোকাবিলা মন্ত্রণালয় এবং প্রকৃতি ও পরিবেশ মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনাস্থলে কর্মগ্রুপ পাঠিয়েছে। বর্তমানে পুরোদমে উদ্ধার ও ত্রাণ সরবরাহ চলছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040