'মনের সংযুক্তি ও সাংস্কৃতিক সমন্বয়' চেতনায় বাংলাদেশের বাজার উন্নয়নে সচেষ্ট চীনের প্রতিষ্ঠান: ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি মাদাম ইয়ান পাও লিং
  2019-03-22 15:32:49  cri

(তথ্যায়ন)

(অনাথদের উপহার দেন ইয়ান পাও লিং)

 

"এক অঞ্চল, এক পথ" উদ্যোগের আওতায় অনেক প্রতিষ্ঠান বিদেশে কাজ শুরু করেছে। তবে বিদেশের বাজার উন্নয়ন সহজ নয়। বাংলাদেশে কারখানা স্থাপনের প্রথম দিকের পরিস্থিতি বেশ কঠিন ছিল উল্লেখ করে ইয়ান পাও লিং বলেন, বাংলাদেশে আসার প্রথম দু'বছর খুব কঠিন ছিল। গ্রামাঞ্চলে পথ ছিল না, তারা পথ নির্মাণ করেছেন, কুয়া ছিল না, তারা কুয়া নির্মাণ করেছেন। বিদ্যুত ছিল না, নিজেরা বিদ্যুতের ব্যবস্থা করেছেন। জলবায়ু, জীবন-যাত্রার অভ্যাসসহ নানা ভিন্নতার কারণে তার কারখানা বড় সংকটের সম্মুখীন হচ্ছিল। তিনি বলেন, একসময় তার কারখানায় তৈরি 'হ্যাট' (টুপি ও টুপি জাতীয় পণ্য) ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে নষ্ট হয়ে যায়। ১০ লাখেও বেশি হ্যাট ধ্বংস করতে হয় এবং পুনরায় নতুন হ্যাট তৈরি হয়। পাশাপাশি অর্ডার দেওয়া কোম্পানিকে যথাসময়ে পরিশোধ করতে হবে। এ সংকটের মুখে ইয়ান পাও লিং হাল ছেড়ে দেননি। অবশেষে তিনি হ্যাটের সমস্যা খুঁজে বের করলেন এবং সংকট কাটিয়ে উঠলেন। বর্তমানে তার কোম্পানির পণ্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের কারখানা ব্যাপক উন্নত হয়েছে।

1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040