তিব্বতে ৪১৫০ মিটার উঁচুতে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী
  2019-03-22 11:42:00  cri
মার্চ ২২: তিব্বতের ছাংতু শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে ২১৪ নম্বর সড়কে ২৩ জন রক্ষণাবেক্ষণ কর্মী রয়েছেন। প্রতিদিন মালভূমির রাস্তা পরিষ্কার ও নিরাপত্তা রক্ষা করেন তাঁরা।

৫০ বছর বয়সী লুওচু ১৯৮৫ সালে চাকরিতে যোগ দেন। সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী হিসেবে তিনি ৩৪ বছরের মতো কাজ করেন। ২০০৪ সালে চীন সরকারের বরাদ্দে ২১৪ নম্বর সড়ক ব্যাপকভাবে মেরামত করা হয়। স্থানীয় কর্মীদের কর্ম-পরিবেশ ও জীবনযাপনের মানও উন্নত হয়ে ওঠে।

বর্তমানে লুওচু'র ২৫ বছর বয়সী ছেলে পিংছুওছ্যুতেং আলিতে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী হিসেবে কাজ করছেন। তাই বলা যায়, লুওচু'র পরিবার তিব্বতের সড়ক উন্নয়নের সাক্ষী। (সুবর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040