0322adda
|
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহের আড্ডার বিষয় হচ্ছে: আমার চোখে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক আদানপ্রদান। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব মেহেদি হাসান সানি। তিনি বর্তমানে বেইজিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন।
সুপ্রিয় শ্রোতা, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান অনেক বেড়েছে। বিশেষ করে 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের আওতায় যুবকদের চীন সফর ক্যাম্প, সাংবাদিকদের চীন সফর, বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা সাংস্কৃতিক গ্রুপের বাংলাদেশ সফর ইত্যাদি। তাছাড়া, প্রতি বছর দু'দেশের মধ্যে ছাত্রছাত্রীদের বিনিময় প্রোগ্রাম তো আছেই। এ সব বিনিময় প্রোগ্রেমের মাধ্যমে মানুষে মানুষের বন্ধন আরো ঘনিষ্ঠ হয়ে উঠে। পরস্পরের দেশে পড়াশোনাকরা ছাত্রছাত্রীরা নিজ দেশের প্রতিনিধি হিসেবে এ সাংস্কৃতিক আদানপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সানিও এমন একজন ছাত্র। শুনুন তার চোখে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান কেমন। (স্বর্ণা/টুটুল/মুক্তা)