"সি চিন পিংয়ের পছন্দের কথামালা" ধারাবাহিক ভিডিও ইতালি ভাষায় সম্প্রচার
  2019-03-21 23:30:45  cri

মার্চ ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইতালি সফরের প্রাক্কালে, "সি চিন পিংয়ের পছন্দের কথামালা" শীর্ষক ধারাবাহিক ভিডিও বৃহস্পতিবার ইতালিতে সম্প্রচার করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী ইতালি ভাষাভাষী দেশগুলোতেও একই সঙ্গে প্রচারিত হয়েছে। এদিন ইতালির মেদিয়াসেত ও ক্লাস এদিতোরি গণমাধ্যম গ্রুপ দু'টির সব টেলিভিশন চ্যানেল, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে ধারাবাহিক এ ভিডিও সম্প্রচার হয়। চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি'র সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রচার করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র প্রচার বিভাগের উপমন্ত্রী, সিএমজি'র প্রধান শেন হাই সিওং, ইতালি মেদিয়াসেতের প্রধান ফেদেলে কোনফালোনিয়েরি সংশ্লিষ্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধারাবাহিক ভিডিওটি তৈরি করেছে সিএমজি। সম্প্রচারের এই পাঁচ মাসে তা ইংরেজি, জাপানিজ, কোরিয়ান, স্প্যনিসসহ একাধিক ভাষায় তৈরি করা হয়। বিদেশে এই ভিডিওটি ১০ লাখেরও বেশি মানুষ এটা দেখেছে এবং বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।

প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন সময় তাঁর ভাষণ ও প্রবন্ধে চীনের প্রাচীন কবিতা বা সাহিত্য থেকে যেসব ঐতিহাসিক কথা উদ্ধৃত করতেন—তা তুলে ধরা হয়েছে।

এ ভিডিও থেকে চীনের ঐতিহাসিক সংস্কৃতি সম্পর্কে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অনুধাবন এবং তার যথাযথ প্রয়োগ থেকে দেশ পরিচালনায় প্রেসিডেন্টের প্রজ্ঞা ফুটে ওঠে।

শেন হাই সিওং তাঁর বক্তব্যে বলেন, ৫০০০ বছরের চীনা সভ্যতায় মানুষ ও প্রকৃতি, পরিবার ও দেশ, নৈতিকতা ও আইনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনাদের পর্যবেক্ষণ ও চিন্তা দেখা যায়। প্রেসিডেন্ট যা উদ্ধৃত করেছেন এসব তারই অংশ। ২০১৩ সালে প্রেসিডেন্ট সি চিন পিং "এক অঞ্চল, এক পথ" উদ্যোগ উত্থাপন করেন, যা ইতালিসহ আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে।

ইতালির জনগণ "এক অঞ্চল, এক পথ" উদ্যোগ উত্থাপনকারী হিসেবে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেশ শাসনসহ তাঁর চিন্তাধারা সম্পর্কে জানতে আগ্রহী।"সি চিন পিংয়ের পছন্দের কথামালা" ধারাবাহিক ভিডিওর মাধ্যমে স্থানীয় জনগণ সি চিন পিংয়ের আকর্ষণীয়তা উপভোগ করতে পারবেন। তারা আরও সুষ্ঠুভাবে সি চিন পিংয়ের দেশ শাসনসহ চিন্তাধারা সম্পর্কে জানতে পারবেন।

মেদিয়াসেতের প্রধান ফেদেলে কোনফালোনিয়েরি জানান, চীন এবং ইতালি হচ্ছে প্রাচীন রেশমপথের সূচনা ও শেষ স্থান। দু'দেশ রেশমপথের উন্নয়ন ও বিনিময়ে অনেক অবদান রেখেছে। এই ধারাবাহিক ভিডিও'র মাধ্যমে আরও সুষ্ঠুভাবে "এক অঞ্চল, এক পথ" উদ্যোগের শান্তি ও উন্নয়নের ধারণা বোঝা যাবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040