ব্রিটেন সরকার ব্রেক্সিট নিয়ে অল্প সময়ে ঐকমতে পৌঁছাতে পারবে না
  2019-03-21 18:47:52  cri
মার্চ ২১: ব্রিটেন সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ বা ব্রেক্সিটের পূর্ব নির্ধারিত সময় ৩০ জুন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ব্রেক্সিটের সময় আর স্থগিত করবেন না। সেই সঙ্গে তিনি পার্লামেন্টকে ব্রেক্সিট চুক্তি নিয়ে আবারও ভোটদান আয়োজনের দাবি জানান। তবে, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের পার্লামেন্টের পক্ষে থেরেসা মে'র ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দেওয়ার সম্ভাবনা নেই।

এর প্রধান কারণ, ব্রিটিশ পার্লামেন্টের দু'টি রাজনৈতিক দলের মধ্যে ব্রেক্সিট নিয়ে বিরোধ রয়েছে। বিরোধী দল লেবার পার্টি ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে'র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জোরদার করতে চেয়েছে। পার্টির চূড়ান্ত লক্ষ্য—প্রধানমন্ত্রীর পদ।

বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের রাজনৈতিক মহল অল্প সময়ের মধ্যে ব্রেক্সিট ইস্যুতে ঐকমতে পৌঁছাতে পারবে না। তাই স্থগিত রাখার বিকল্প কোনো পথ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040