তিব্বতের ছাংতু জেলার তারুও গ্রামবাসীদের দারিদ্র্যমুক্তির পথ
  2019-03-21 10:46:23  cri

মার্চ ২১: তিব্বতের ছাংতু শহরের রুই জেলার তারুও গ্রাম ৪টি প্রাকৃতিক গ্রাম নিয়ে গঠিত নতুন প্রশাসনিক গ্রাম। পাহাড় থেকে স্থানান্তরের ফলে স্থানীয় গ্রামবাসীদের জীবনযাপন ব্যাপক উন্নত হয়েছে। ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গ্রামের ৮৪টি পরিবারের স্থানান্তর সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্রামের অধিবাসী সংখ্যা ৪৩৬ জন। সেখানে সুশৃঙ্খলভাবে নির্মিত বাড়িঘর আর বিশাল ও পরিষ্কার রাস্তা দেখা যায়।

 

গ্রামের সিপিসি'র সম্পাদক রুও বু ছি রেন গ্রামবাসীদের নিয়ে পাথর প্রক্রিয়াকরণ, কৃষক-পশুপালকদের প্রকল্প দল গঠন, গাড়ি পরিবহন দল আর বাড়িঘর ভাড়াসহ বিভিন্ন পদ্ধতিতে স্থানীয় গ্রামবাসীদের দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়ন করেছেন। গত বছর গ্রামের মাথাপিছু আয় ১২ হাজার ৭২৪ ইউয়ানে দাঁড়িয়েছে। (সুবর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040