রোমে 'সি চিন পিংয়ের দেশ প্রশাসন' বিষয়ক দ্বিতীয় গ্রন্থ নিয়ে সম্মেলন আয়োজিত
  2019-03-21 10:39:01  cri

মার্চ ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইতালির সফর উপলক্ষ্যে রোমে 'সি চিন পিংয়ের দেশ প্রশাসন' বিষয়ক দ্বিতীয় গ্রন্থ নিয়ে এক সম্মেলন আয়োজিত হয়। সিপিসি'র কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী চিয়াং চিয়ান কুওসহ দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।

 

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে রোমের ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের আট জন শিক্ষার্থী ও অধ্যক্ষকে দেওয়া চিঠি পড়ে শোনান চিয়াং এবং চীনা ভাষার 'সি চিন পিংয়ের দেশ প্রশাসন' বিষয়ক দ্বিতীয় গ্রন্থ বিতরণ করেন।

চিয়াং বলেন, এ বইটি বিভিন্ন দেশের পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এ গ্রন্থ ভিন্ন সভ্যতা সম্পর্কে জানা এবং দু'দেশের জনগণের মৈত্রী গভীরতর করার ক্ষেত্রে সহায়ক।

ইতালিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি রুই ইউ বলেন, গ্রন্থে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে বিশ্বের উন্মুক্ত সহযোগিতায় চীনের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা বিষয়ে সমাজের ব্যাপক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

ইতালির সিনেটের প্রতিনিধি রোসারিও পেট্রোসেলি ও সিনেটের সাবেক স্পিকার মারিনা সেরেনি মনে করেন, চীনকে বোঝা ও জানার জন্য ইতালির পাঠকদের কাছে এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়নের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইতালি সফর এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নিয়ে অনেক আশা প্রকাশ করেন। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040