তিব্বতের ছাংতু শিইয়ান প্রাথমিক বিদ্যালয়
  2019-03-20 11:26:06  cri

মার্চ ২০: তিব্বতের ছাংতু শিইয়ান প্রাথমিক বিদ্যালয় ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি তিব্বতে নির্মিত প্রথম আধুনিক বিদ্যালয়। একে তিব্বতি বাচ্চাদের শ্রেষ্ঠ ব্যক্তি প্রশিক্ষণের শৈশবাবস্থা হিসেবে আখ্যায়িত করা হয়। তিব্বতের অনেক জনপ্রিয় শিল্পী ও গায়ক এ বিদ্যালয়টিতে লেখাপড়া করেছেন।

 

বর্তমানে বিদ্যালয়টিতে কর্মী ও শিক্ষক সংখ্যা ১৫১ জন। ৩৮টি ক্লাসে ২২৪০ জন শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে কৃষক ও পশুপালকদের বাচ্চা সংখ্যা ১৪৩৫ জন।

চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে শিক্ষক নিউ মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বাচ্চাদের তিব্বতি ভাষা পড়ান। তিব্বতি ও চীনা ভাষার ক্লাসে শিল্প, সংগীত, জাতীয় নৃত্যসহ বিভিন্ন বৈশিষ্ট্যময় কোর্স চালু করা হয়েছে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040