সংস্কারের পর মুক্তার মতো উজ্জ্বল হয়েছে চীনের তিব্বতের ছাংতু পুরাতন শহর
  2019-03-20 10:49:23  cri

মা

মার্চ ২০: চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পূর্বাঞ্চলীয় ছাংতু শহর সাম্প্রতিক বছরগুলোতে নগরায়নের পথে এগিয়ে যাচ্ছে। পুরাতন শহর সংস্কারের মাধ্যমে এ শহরের পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং মুক্তার মতো উজ্জ্বলতা দেখা দিয়েছে।

ছাংতু শহরের সংস্কার ২০১২ সালের এপ্রিল থেকে শুরু হয় এবং ২০১৫ সালের অক্টোবর মাসে শেষ হয়। নতুন শহর নির্মাণে স্থানীয় সরকার বৈশিষ্ট্যময় স্থাপত্য রক্ষা করে। শহরটিতে নতুন করে ৩টি চত্ত্বর, একটি পার্ক নির্মিত হবে।

বর্তমানে ছাংতু শহর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যায়ের স্বাস্থ্যকর শহর ও গার্ডেন সিটিতে পরিণত হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040