বাংলাদেশের টেলিভিশনে প্রথম চীনা নাটক 'পালক আকাশে উড়ে' এটিএন বাংলায় প্রচার শুরু
  2019-03-20 09:51:24  cri

চীনা নাটক 'পালক আকাশে উড়ে' ১৯ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার শুরু হয়। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার একই সময়ে এটিএন বাংলায় প্রচারিত হবে। এটি হচ্ছে বাংলাদেশের টেলিভিশনে প্রচারিত প্রথম বাংলায় ডাবিংকৃত চীনের ধারাবাহিক নাটক।

 

এটি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ও এটিএন বাংলার সহযোগিতার নতুন পদক্ষেপ। সিআরআই ও এটিএন বাংলার প্রতিনিধিগণ ২০১৮ সালের ৩ ডিসেম্বর ঢাকায় চীনা দূতাবাসে 'পালক আকাশে উড়ে' নাটকটি প্রচার সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে। চীনা রাষ্ট্রদূত চাং চুও আশা করেন, 'ভবিষ্যতে চীন ও বাংলাদেশের তথ্যমাধ্যমগুলো দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সংমিশ্রণ ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে সেতুবন্ধনের ভূমিকা পালন করবে, ভালোভাবে মিডিয়ার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে, দু'দেশের কূটনৈতিক সহযোগিতার যোগাযোগকারী, অংশগ্রহণকারী ও নির্মাতা হবে।'

'পালক আকাশে উড়ে' নাটকটিতে ১১৬টি পর্ব রয়েছে। নাটকের প্রধান চরিত্র ইন থাও এবং চাং ঈ ২০১৭ সালে ২৩তম শাংহাই টেলিভিশন উত্সবে সেরা অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ২৯তম চীনা টিভি গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ডে এই নাটকটি শেরা নাটক, সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে।

নাটকের প্রধান চরিত্র চেন চিয়াংহো ও তার স্ত্রী লো ইয়ুজুর প্রেম ও ব্যবসার অভিজ্ঞতা থেকে চীনের চেচিয়াং প্রদেশের ই.উ নগরের ত্রিশ বছরেরও বেশি সময়ের সংস্কার ও উন্নয়নের প্রক্রিয়া প্রতিফলিত হয়। তাদের গল্পে চীনের হাজার হাজার ব্যবসায়ীর ছায়া দেখা যায়।

দর্শকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে পরবর্তী প্রতি বৃহস্পতিবার নাটকটি প্রচারের সময় এটিএন বাংলায় ও ফেসবুকে সিআরআই-বাংলায় কুইজ আয়োজিত হবে। ব্যাম্বু শ্যুট রেস্টুরেন্ট ও পান্ডা ফ্যাশন শুজ কোম্পানি সৌভাগ্যবান দর্শকদের পুরস্কার প্রদান করবে। প্রতি সপ্তাহে দর্শকদের দুটি বিনামূল্যে খাবারের কুপন ও দুই জোড়া স্পোর্টস জুতা উপহার দেয়া হবে।

দর্শক, নজর রাখুন এটিএন বাংলায় 'পালক আকাশে উড়ে' নাটকের ওপর।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040