চীন-ইউরোপের মধ্যে ১০টি মতৈক্য রয়েছে: ওয়াং ই
  2019-03-20 08:56:52  cri

মার্চ ১৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মোঘারিনি গতকাল (সোমবার) ব্রাসেলসে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। ওয়াং ই বলেন, চীন ও ইইউ সার্বিক কৌশলগত অংশীদার। দু'পক্ষ সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা কিভাবে দেখে তা হলো বর্তমান আলোচিত বিষয়। এবারের উচ্চ পর্যায়ের কৌশলগত সংলাপে দু'পক্ষ অনেক ক্ষেত্রে একমত হয়েছে। যেমন:

এক, দু'পক্ষই বহুপক্ষবাদের সমর্থক। দুই, দু'পক্ষই আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের প্রধান ভূমিকাকে স্বীকার করে। তিন, দু'পক্ষই উন্মুক্ত বিশ্ব অর্থনীতির সমর্থক। চার, দু'পক্ষই নিয়মের ভিত্তিতে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সমর্থক। পাঁচ, দু'পক্ষই শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে সমর্থন করে। ছয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা উচিত। সাত, দু'পক্ষ আন্তর্জাতিক অস্ত্র বিস্তার প্রতিরোধ ব্যবস্থা সমর্থন করে। আট, দু'পক্ষ ২০৩০ টেকসই উন্নয়ন পরিকল্পনা সমর্থন করে এবং দারিদ্র্য-বিমোচন ও দক্ষিণ উত্তর ব্যবধান কমাতে সমর্থন করে। নয়, যে কোনো ধরনের সন্ত্রাস দমন করা উচিত। দশ, দু'পক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষা করতে চায়। (স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040