ছয়শ বছর বয়সী ফরবিডেন সিটিতে স্বাগত জানানোর জন্য, প্রাসাদ জাদুঘর ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কয়েক ডজন প্রদর্শনীর পরিকল্পনা করেছে। ঐতিহাসিক ধ্বংসাবশেষ, চিত্রকলা, আদালত সংস্কৃতি, সাহিত্য, উৎসব ও প্রথা, বিশ্ব সভ্যতা, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ইত্যাদি ফরবিডেন সিটির ঐতিহাসিক ঐতিহ্য ও সাংস্কৃতিক আকর্ষণ উপস্থাপন করেছে। এর মধ্যে 'হান সি চাই ইভিনিং ব্যাংকুইট'এবং "ছিংমিং উত্সবে নদী তীরের দৃশ্য" এই ধরনের বিখ্যাত চিত্রগুলি আগামী বছর জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।
'হান সি চাই ইভিনিং ব্যাংকুইট' একটি পেইন্টিং। এই ছবিটি চীনের প্রাচীন চিত্রগুলির একটি। আড়াআড়ি পেইন্টিং, ফুল-পাখি পেইন্টিং ইত্যাদির আগে হাজির হয়েছিল। এটি পেইন্টিং ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ চিত্রকর্ম।
দক্ষিণ থাং রাজবংশের গুং টাংঝং-এর 'হান সি চাই ইভিনিং ব্যাংকুইট' চিত্রটি চিত্রকলার কৌশল ও রচনায় অত্যন্ত সূক্ষ্ম। এটি প্রাচীন চীনা চিত্র পেইন্টিংয়ের একটি চমৎকার উদাহরণ।
"ছিংমিং উত্সবে নদী তীরের দৃশ্য" একটি genre চিত্রকলা। genre হলো একটি নির্দিষ্ট যুগের সাধারণ সামাজিক জীবনের প্রথা। ফরবিডেন সিটিতে সংগৃহীত প্রাচীন চিত্রগুলির মধ্যে, genre painting বিভিন্ন রাজবংশের লোক প্রথাকে প্রতিফলিত করেছে। genre paintingয়ের শীর্ষসময় চীনের সং রাজবংশ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি চিত্রকর্ম ছিলো 'ছিংমিং উত্সবে নদী তীরের দৃশ্য'। এই ছবিতে ১২ শতাব্দীতে চীনের উত্তর-সুং বংশের রাজধানীর রূপ ও সেই সময়ে সব প্রান্তের মানুষের জীবনযাত্রা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে।