চীনের ৩৬১ সেট সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র
  2019-03-19 10:14:01  cri
চীনের হারানো ৩৬১টি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস সিটির ইটিলজর্গ মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলিতে অবৈধভাবে চোরাচালানকৃত ৩৬১ সেট চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ উদ্ধার করে এবং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের রাজ্য প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। চীনের স্টেট কালচারাল রিলিজ ব্যুরোর উপ-পরিচালক হু বিং, শিকাগোতে চীনা কনস্যুলেট জেনারেলের কনসুল জেনারেল লিউ জুন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-সহকারী সেক্রেটারি অফ স্টেট আলিসা উডওয়ার্ড (মহিলা), মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনয়ের ট্রান্সনাশনাল সংগঠিত অপরাধ বিভাগের পরিচালক ক্রিস্টি জনসনসহ বিভিন্ন অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের রাজ্য প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি সাংস্কৃতিক অবশিষ্টাংশ ফেরত প্রমাণপত্র স্বাক্ষর ও বিনিময় করেছেন।

এবারে যুক্তরাষ্ট্রের ৩৬১টি চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষের মধ্যে নিওলিথিক যুগের থেকে ছিং রাজবংশের সময়কালের মধ্যে পোড়ামাটির, জেড, ব্রোঞ্জ, মৃৎশিল্প, কয়েন, কাঠের খোদাই করা উপাদান এবং অন্যান্য অনেক আইটেম রয়েছে, বেশিরভাগই প্রাচীন চীনা সমাধি বস্তু।

চীনের স্টেট কালচারাল রিলিজ ব্যুরোর উপপরিচালক হু বিং এদিন বক্তব্যে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী ও আন্তরিক সহযোগিতার ফলস্বরূপ এই চীনা সাংস্কৃতিক বস্তুগুলো ফিরে এসেছে। মানবজাতির সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ, ভবিষ্যতে, চীন এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

চীনের হারানো সাংস্কৃতিক ধ্বংসাবশেষগুলো হলো চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। এবার যুক্তরাষ্ট্র ৩৬১ সেট চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ফিরিয়ে দিয়েছে। এটি কেবল সাংস্কৃতিক অবলম্বন পুনরুদ্ধারের ক্ষেত্রে চীন ও আমেরিকার বিপরীত দিক ও পারস্পরিক সহযোগিতাকে চিহ্নিত করে না, বরং আরও দু'দেশের জনগণের মধ্যে বোঝা ও বিশ্বাস আরও বাড়িয়ে তোলে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উপলক্ষে এটি একটি উপহার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-সহকারী সেক্রেটারি অফ স্টেট আলিসা উডওয়ার্ড বলেছেন, তিনি চীনের এই শিল্পকর্মগুলি ফেরত দিতে পেরে খুব আনন্দিত। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বত্র ও বহু-মাত্রিক সহযোগিতা ও উভয়ের জয়ের পরিস্থিতি সম্পূর্ণরূপে প্রতিফলিত করেছে। ভবিষ্যতে, আমরা চীন ও যুক্তরাষ্ট্রের সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিময় ও সহযোগিতার জন্য উন্মুখ। তিনি বলেন, "এই বছর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। আমরা এই সুযোগে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা প্রসারিত করতে পারবো, পারস্পরিক বিশ্বাস বাড়িয়ে তুলবো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করবো।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040