খুনমিংয়ের গান-নৃত্যদল কলকাতা আন্তর্জাতিক নৃত্য ও জ্যাজ ফেস্টিভাল মঞ্চস্থ করেছে
  2019-03-19 10:09:23  cri

 

ভারতে গত ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চতুর্থ আন্তর্জাতিক নৃত্য ও জ্যাজ ফেস্টিভাল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। খুনমিংয়ের গান-নৃত্য দলের তরুণ শিল্পীরা এই বিশেষ পরিবেশনায় অংশ নেন। কলকাতায় চীনের কনসুল জেনারেল জা লি ইও, ভারতীয় ফেডারেল কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের প্রধান পার্টি হুইপ সুখেন্দু সেখার রায় এবং প্রায় দু'হাজার দর্শক এতে উপস্থিত ছিলেন। চীনের কলকাতার কনসুল জেনারেল জা লি ইও এসময় এক বক্তৃতা দেন। তিনি বলেন, চীন ও ভারত দু'টি প্রাচীন ইতিহাসের সাথে প্রাচীন সভ্যতা এবং দু'পক্ষের সাংস্কৃতিক বিনিময়ের একটি দীর্ঘ ইতিহাস আছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী মোদি চারবার সাক্ষাৎ করেছেন এবং চীন-ভারত সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু হয়। গত বছরের শেষে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা চীন-ভারত উচ্চ-স্তরের সাংস্কৃতিক বিনিময় ব্যবস্থার প্রথম বৈঠকে সহ-সভাপতিত্ব করেন; যা মানবতার বিনিময়ে উভয় দেশের নেতাদের গভীর মনোযোগ ও গভীর প্রত্যাশা তুলে ধরেছে। কনসুল জেনারেল জা লি ইও বলেন, ফেডারেল কাউন্সিলর শেখর রায়ের আমন্ত্রণে, কনসুলেট জেনারেল বিশেষ করে কলকাতায় পার্ফম করার জন্য ইউননান থেকে কুনমিংয়ের শিল্পীদের ব্যবস্থা করেছিলেন, যাতে সবাই চীনা সংস্কৃতি ও শিল্প সম্পর্কে আরও জানতে পারে। খুনমিং ও কলকাতা উভয়ের 'সিস্টার সিটি' এবং ইউননান ও পশ্চিমবঙ্গ উভয়ের বন্ধুত্বপূর্ণ প্রদেশ। কনসুলেট জেনারেল বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ইউননান ও পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাস্তবায়নের ফলাফলগুলি উন্নয়নের চেষ্টা চালাতে ইচ্ছুক, যাতে উভয় পক্ষ আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে পারে এবং বন্ধুত্বপূর্ণ শহর ও বন্ধুত্বপূর্ণ প্রদেশগুলি আরও গতিশীল হয়।

সুখেন্দু সেখার রায় তার ভাষণে আন্তরিকভাবে কনসুল জেনারেল এবং ইউননান শিল্পীদের আগমনকে স্বাগত জানান। তিনি বলেন, চীন ও ভারতের চমৎকার সভ্যতা ও দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমাদের যোগাযোগও শক্তিশালী করা উচিত। আমরা কনস্যুলেট জেনারেলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে এবং পশ্চিমবঙ্গ ও প্রাসঙ্গিক চীনা প্রদেশগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সহযোগিতা গভীর করতে আগ্রহী।

অনুষ্ঠানের কর্মসূচিতে ইউননান প্রদেশের খুনমিং সংগীত-নৃত্যদলের তরুণ শিল্পীরা অভিনয় করেন এবং দর্শকদের দু'টি জনপ্রিয় চীনা সাংস্কৃতিক পার্ফমেন্স উপহার দেন, যা খুব জনপ্রিয়তা পায়।

বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ফাউন্ডেশন এবং ভারতীয় সাংস্কৃতিক কমিটি যৌথভাবে আন্তর্জাতিক নৃত্য ও জ্যাজ ফেস্টিভাল আয়োজন করে। ৩ দিনের এই কর্মসূচিতে চীন, জার্মানি, ব্রিটেন, ইসরাইল, রাশিয়া ও ইতালির শিল্পীরা স্থানীয় শিল্পীদের সঙ্গে যৌথভাবে একটি চমত্কার সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040