'অসংখ্য ভাই'
  2019-03-18 13:15:08  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চিং কাং শান'র কন্ঠে 'অসংখ্য ভাই' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৭ সালের ২৪ এপ্রিল মাসে শানতুং প্রদেশের চিনান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ও কন্ঠশিল্পী। ১৯৮৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি ইপি প্রকাশ করেন। ১৯৯৭ সালে তাঁর প্রকাশিত দু'টি অ্যালবাম পুরস্কার লাভ করে। ২০০৬ সালে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। 'অসংখ্য ভাই' নামের গান ২০১১ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধু, শুনছিলেন চিং কাং শান'র কন্ঠে 'অসংখ্য ভাই' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ইউ চুন চিয়ান'র কন্ঠে 'কালামাই'র সংগীত' (Kelamayi) নামের গান শোনাবো। তিনি কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিনে জন্মগ্রহণ করেন। তিনি চায়না কনসারভেটোরি অব মিউজিক (China Conservatory of Music), বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিল্প বিভাগ ও চীনা ছবিচ্চিত্র গবেষণালয় থেকে স্নাতক হন। তিনি হলেন চীনা শিল্প ফেডারেশনের অভিনয় কেন্দ্রের পরিচালক। তিনি হলেন নবম, দশম, একাদশ ও দ্বাদশ চীনা জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য। তিনি হলেন, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় যুবক ফেডারেশনের স্থায়ী সদস্য। 'কালামাই'র সংগীত' নামের গান একটি সিনচিয়াংয়ের লোকসংগীত। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইউ চুন চিয়ান'র কন্ঠে 'কালামাই'র সংগীত' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনা উইগুর জাতির কন্ঠশিল্পী কারিমু'র কন্ঠে 'দাবান নগরের মেয়ে' নামের গান শোনাবো। তিনি ১৯৪০ সালের ১২ জুন সিনচিয়াংয়ের তুরফানে জন্মগ্রহণ করেন। তিনি একজন টেনর গায়ক, নর্তকী ও অভিনেতা। তিনি চীনা কমিউনিস্ট পার্টির সদস্য, জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং সাধারণ রাজনৈতিক গান ও নাচ গ্রুপের জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। তিনি জাতিগত ও হাস্যরসসমৃদ্ধ গান রচনা করেছেন। ২০১৬ সালে তিনি দ্য গোল্ডন রুস্টার অ্যাওয়ার্ডের (The Golden Rooster Award) শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার লাভ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'দাবান নগরের মেয়ে' নামের গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কারিমু'র কন্ঠে 'দাবান নগরের মেয়ে' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি স্যিয়াও ইয়াংয়ের কন্ঠে 'তোমার সাথে একটি দীর্ঘ সময় ব্যয় করতে চাই' নামের গান শোনাবো। তিনি ১৯৯২ সালের ১৬ মার্চ হংকংয়ে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। তিনি তিনজন বন্ধুর সঙ্গে সোল্লাসেদো (Sollasedo) নামের ব্যান্ড গড়ে তোলেন। ২০১৪ সালে তিনি এককভাবে গান গাওয়া শুরু করেন। সে বছরে তিনি প্রথম নিজের সংগীত প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'তোমার সাথে একটি দীর্ঘ সময় ব্যয় করতে চাই' নামের গান হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী লিউ দ্যে হুয়া'র গান। লি স্যিয়াও ইয়াং সেটি পুনরায় গেয়েছে। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি স্যিয়াও ইয়াংয়ের কন্ঠে 'তোমার সাথে একটি দীর্ঘ সময় ব্যয় করতে চাই' নামের গান। এখন আমি আপনাদেরকে লি ছু চিয়ান'র কন্ঠে 'সহকর্মীকে স্মরণ করি' নামের গান। তিনি ১৯৫৩ সালে শেনইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা, চীন সিম্ফনি অর্কেস্ট্রা কোরাসের কন্ঠশিল্পী এবং চীনা শিল্পী সমিতির সদস্য। তিনি ১৯৯২ সাল থেকে চীন সরকারের বিশেষ ভাতা পেতে থাকেন। 'সহকর্মীকে স্মরণ করি' শীর্ষক গানটি একটি সামরিক সংগীত। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি ছু চিয়ান'র কন্ঠে 'সহকর্মীকে স্মরণ করি' নামের গান। এখন আমি আপনাদেরকে লি হাই ইংয়ের কন্ঠে 'সাত সন্তানের সংগীত' নামের গান শোনাবো। গানটির কথা নেওয়া হয়েছে চীনের বিখ্যাত দেশপ্রেমিক কবি ওয়েন ই দুও'র কবিতা থেকে। তিনি ১৯২৫ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সময় কবিতাটি লিখেছেন। কন্ঠশিল্পী লি হাই ইং ১৯৫৪ সালে কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ১৬ বছর বয়সী লি হাই ইং কুয়াংচৌ ক্যান্টোনিজ ভাষা অপেরা গ্রুপে যোগ দেন। পাঁচ বছর পর তিনি চীনা নৌবাহিনীর দক্ষিণ সমুদ্র শিল্প ও সংস্কৃতি গ্রুপে যোগ দেন। চলুন, আমরা একসঙ্গে তাঁর কন্ঠে 'সাত সন্তান সংগীত' নামের গান শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040