জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2019-03-17 18:44:11  cri
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ৯৯তম জন্মবার্ষিকী। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসয় জাতি স্মরণ করে বঙ্গবন্ধুকে।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায়। পরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। পরে তারা দোয়া ও মোনাজাত করেন। রাজধানী ও টুঙ্গিপাড়ার মতোই সারাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, শোভাযাত্রা, আলোচনাসভা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় জাতির জনকের জন্মবার্ষিকী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040