এদিন সরকারি কর্ম-বিবরণী খসড়া প্রণয়ন গ্রুপের সদস্য ও রাষ্ট্রীয় পরিষদের গবেষণালয়ের উপ-পরিচালক কুও ওয়েই সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, এ বছর সরকারি কর্ম-বিবরণীতে মোট ৮৩টি সংশোধনী হয়। এতে প্রতিনিধিদের অধিকাংশ মতামত অন্তর্ভুক্ত হয়। এতে জনগণকে কেন্দ্র করে উন্নয়নের ধারণা বাস্তবায়িত হয়।
কর্ম-বিবরণীতে প্রধানত জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তন, সংস্কার জোরদার, গ্রামের সমৃদ্ধি ত্বরান্বিতকরণ, দূষণ প্রতিরোধ ও মোকাবিলা এবং গার্হস্থ্য চাহিদা খাতে সংশোধনী হয়। (ছাই/টুটুল/স্বর্ণা)