চীনের সরকারি কর্ম-বিবরণীতে ৮৩টি সংশোধনী
  2019-03-15 19:37:13  cri
মার্চ ১৫: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-এর বার্ষিকী প্রতিনিধি সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে শেষ হয়েছে। সম্মেলনে সরকারি কর্ম-বিবরণী পাস হয়। এতে উত্থাপিত ২০১৯ সালে অর্থনীতি ও সমাজ উন্নয়নের সাধারণ প্রয়োজনীয়তা, নীতির নির্দেশনা, লক্ষ্য ও গুরুত্বপূর্ণ কাজ পাস হলো।

এদিন সরকারি কর্ম-বিবরণী খসড়া প্রণয়ন গ্রুপের সদস্য ও রাষ্ট্রীয় পরিষদের গবেষণালয়ের উপ-পরিচালক কুও ওয়েই সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, এ বছর সরকারি কর্ম-বিবরণীতে মোট ৮৩টি সংশোধনী হয়। এতে প্রতিনিধিদের অধিকাংশ মতামত অন্তর্ভুক্ত হয়। এতে জনগণকে কেন্দ্র করে উন্নয়নের ধারণা বাস্তবায়িত হয়।

কর্ম-বিবরণীতে প্রধানত জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তন, সংস্কার জোরদার, গ্রামের সমৃদ্ধি ত্বরান্বিতকরণ, দূষণ প্রতিরোধ ও মোকাবিলা এবং গার্হস্থ্য চাহিদা খাতে সংশোধনী হয়। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040