চীনের অর্থনৈতিক চালিকাশক্তি আপগ্রেড, বাস্তবায়িত হবে উচ্চ মানের উন্নয়ন
  2019-03-15 18:18:18  cri
মার্চ ১৫: আজ (শুক্রবার) চীনা জাতীয় গণকংগ্রেসের বার্ষিক প্রতিনিধি সম্মেলন শেষ হয়। সম্মেলনে আশাবাদী অর্থনৈতিক প্রস্তাব ও পরিকল্পনা উত্থাপিত হয়। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং পুনরায় উল্লেখ করেন, চীনা অর্থনীতিতে অবশ্যই উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়িত হবে।

এদিন সম্মেলনে 'বিদেশি বিনিয়োগ আইন' পাস হয়। আইনটি বিদেশি বিনিয়োগকারীদের বৈধ স্বার্থ সুরক্ষা, আইনগত, আন্তর্জাতিক ও সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক। চীনে আরো ব্যাপক কর হ্রাসের ব্যবস্থা নেয়া হবে।

এ বছর চীনের সরকারি কর্ম-বিবরণীতে বলা হয়, নতুন চালিকাশক্তি গভীরভাবে জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন এবং চীনের উন্নয়নে নতুন সুবিধা সৃষ্টি করছে। বিভিন্ন মহলে 'ওয়েবসাইট প্লাস' কৌশল কার্যকর হবে।

ওয়েবসাইট ও ডিজিটাল অর্থনীতির উন্নয়নে চীনের বিরাট ভোক্তা বাজারের পরিবর্তন ত্বরান্বিত করা হবে এবং বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতায় চালিকাশক্তি যোগানো হবে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে বলা হয়, গত বছর বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা খাতে চীন ১.৯৬ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করে। তা ২০১৭ সালের চেয়ে ১১.৬ শতাংশ বেশি এবং সারা বছরের জিডিপি'র ২.১৮ শতাংশ।

শুক্রবার প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশি-বিদেশি সাংবাদিকদের বলেন, চীন বরাবরই নতুন শিল্প ও পদ্ধতির অর্থনীতি উন্নয়নে সমর্থন করে। চীন সরকার ন্যায্য প্রবেশ ও তত্ত্বাবধানের নীতি মেনে চলে এবং প্রতিষ্ঠানগুলোকে নতুন চালিকাশক্তি উন্নয়নের পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। (ছাই/টুটুল/স্বর্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040