আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, চীন সরকার বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের আগে নাগরিক সমান অধিকার যোগ নেগেটিভ লিস্ট ব্যবস্থা চালু করবে। সামনে নেগেটিভ লিস্ট প্রকাশ করবে চীন সরকার। এ নেগেটিভ লিস্ট ক্রমশ কমে যাবে, অর্থাত্ উন্মুক্তকরণের আকার আরো বড় হয়ে যাবে। ।
তিনি আরো জানান, বিদেশি সরকার চীনা কোম্পানি ও বিদেশি সম্পর্কের স্বেচ্ছা সহযোগিতার প্রতি ন্যায় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 'বিদেশি বিনিয়োগ আইন' গৃহীত হয়েছে। তাতে প্রমাণিত হয়েছে যে, চীন আইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের অধিকার রক্ষা করবে এবং তাদের আকর্ষণ করবে। এ আইন অনুযায়ী চীন সরকার ধারাবাহিক নিয়মকানুন প্রকাশ করবে। যাতে আইনটি সুষ্ঠুভাবে চালু করা যায়।
(স্বর্ণা/টুটুল/মুক্তা)