এ বছরের শেষ দিকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগ শুরু হবে
  2019-03-15 16:21:25  cri
মার্চ ১৫: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস-২০২২ এর স্বেচ্ছাসেবক নিয়োগ এ বছরের শেষ দিকে শুরু হবে।

চীনা জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-এর প্রতিনিধি, বেইজিংয়ের ডেপুটি মেয়র ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান চাং চিয়ান দং আজ (শুক্রবার) ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় প্রতিনিধি সম্মেলনের 'প্রতিনিধি করিডোরে' সাক্ষাত্কারে এ তথ্য জানেন।

তিনি আরো বলেন, বেইজিংয়ের ইয়ানছিং প্রতিযোগিতা এলাকায় আল্পাইন স্কিইং কেন্দ্রে আগামী অক্টোবরে পরীক্ষামূলক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা পূরণ করা হবে। বেইজিং-চাংচিয়াখৌ দ্রুতগতির রেলপথ ও ইয়ানছিং-ছংলি হাইওয়েই এ বছরের শেষ দিকে চালু হবে। এছাড়াও ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের প্রথমার্ধ পর্যন্ত বেইজিংয়ে ২০বার পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজিত হবে।

তিনি বলেন, আগামী মে মাসে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের এক হাজার দিনের ক্ষণ-গণনা শুরু হবে। এ বছরের দ্বিতীয়ার্ধে শীতকালীন অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী শীতকালীন অলিম্পিক গেমসের মাসকট প্রকাশিত হবে। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040