আইনটিতে মোট ৬টি অধ্যায়ে ৪২টি নিয়ম-বিধি উল্লেখ করা হয়েছে। এটি হবে চীনে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মৌলিক আইন।
এদিন সম্মেলনে এনপিসি'র স্থায়ী কমিটির স্পিকার লি চান শু বলেন, 'বিদেশি বিনিয়োগ আইন' হল নতুন যুগে উচ্চ মানের উন্মুক্তকরণ উন্নয়নের মৌলিক আইন। আমাদের উচিত সার্বিকভাবে আইনটি কার্যকর করা এবং উচ্চ মানের উন্মুক্তকরণ দিয়ে অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা।
আসলে ইতিবাচক বিদেশি বিনিয়োগ সংগ্রহ ও ব্যবহার করা হল চীনের বৈদেশিক উন্মুক্তকরণ ও নতুন উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ বিষয়। এনপিসি'র প্রতিনিধি হুয়াং ইউ শান বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার পর বিনিয়োগের তিনটি আইন প্রকাশ হয়। কিন্তু বর্তমানে আমাদের দেশ বিশ্বের কাছে আরো ব্যাপকভাবে উন্মুক্ত হবে। আমাদের উচিত বিদেশি ব্যবসায়ীদেরকে সার্বিক ও আরো ন্যায্য সুবিধা সরবরাহ করা। এটি চীনের উন্নয়নের প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ। সেজন্য 'বিদেশি বিনিয়োগ আইন' হল একটি সঠিক ব্যবস্থা। (ছাই/টুটুল/স্বর্ণা)